রবিবার অমিত শাহের এবারের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিন। প্রথম দিনে মেদিনীপুরের পর আজ বীরভূমে রোড শো করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দিন মেদিনীপুরে তৃণমূলকে বড় ধাক্কা দিয়ে আজ রবিবার অমিত শাহ যাচ্ছেন শান্তিনিকেতন।
সূত্রের খবর মোতাবেক, এদিন বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এরপর ঘুরে দেখবেন আশ্রম চত্বর ও একই সঙ্গে বিশ্বভারতী পরিদর্শন করবেন তিনি। জানা গিয়েছে এসময় তাঁর সঙ্গে থাকবেন না দলীয় প্রতিনিধিরা। তবে সঙ্গে থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা।
দুপুরে বীরভূমের রতনপল্লীতে লোকশিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে জ্ঞান শোনার পাশাপাশি তাঁর বাড়ির শিবমন্দিরে পুজো দেবেন তিনি। সে সময় দুপুর হয়ে যাওয়ায় বাসুদেব দাসের বাড়িতেই মধ্যাহ্ন ভোজ সারার কথা রয়েছে অমিত শাহের।
মধ্যাহ্ন ভোজের পর বোলপুর ডাকবাংলোতে যাবেন অমিত শাহ। এরপর হুনুমান মন্দিরে পুজো দেবেন তিনি। সূত্রের খবর, এরপর রোড শো’তে অংশ নেবেন অমিত শাহ। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিছিল শেষ হলে প্রেস কনফারেন্স করবেন শাহ। সাংবাদিকদের সামনে ফের রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতে পারেন তিনি।
উল্লেখ্য, শনিবার শুভেন্দু সহ তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর ও জেলাস্তরের নেতা শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন। বিধানসভা ভোটের মুখে দলের এই শক্তি-বৃদ্ধিতে আত্মবিশ্বাসী অমিত শাহ। তিনি বলেন, ‘‘আজ দিদির বিরুদ্ধে গোটা বাংলা, বিধানসভা ভোটে দু’শোর বেশি আসন পাবে বিজেপি।’’ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও দলের রাজ্য নেতৃত্বের নিদারুণ পরিশ্রমের জেরেই এরাজ্যে একুশের ভোটে পরিবর্তন আসতে চলেছে বলে মনে করেন শাহ।
রাজ্যের মানুষকে সঙ্গে নিয়েই বিজেপি পরিবর্তন আনবে বলে শনিবার মন্তব্য করেছেন বিজেপির অন্য়তম এই শীর্ষ নেতা। অমিত শাহ কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শাসকদলের একঝাঁক বিধায়ক ভাঙিয়ে মমতাকে শাহের কটাক্ষ, ‘‘এতো সবে শুরু, ভোট আসতে আসতে তৃণমূলে শুধু আপনিই থাকবেন।’’