পুজোর আগেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। একই সময় বিজেপির সর্বভারতীয় কার্যকারী সভাপতি জে পি নাড্ডাও রাজ্যে আসবেন। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অমিত শাহ ও জে পি নাড্ডা আলাদা আলাদা ভাবে রাজ্য আসার সম্ভাবনা রয়েছে। তাঁরা কলকাতার মেয়ো রোডে জনসভা করবে বলে বিজেপি সূত্রে খবর। পুজোর আগেই উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করবেন বিজেপির এই দুই সর্বভারতীয় নেতা।
মূলত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতেই তাদের এই রাজ্য সফর বলে মনে করা হচ্ছে। বাংলায় বিজেপির রের্কড সংখ্যক নতুন সদস্য হয়েছে। সংখ্যাটা প্রায় ৮০ লক্ষ। সেই সদস্যদের এবার কাজে লাগাতে চাইছে বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, অমিত শাহ আসার পর বিজেপির সাংগঠনিক স্তরে রদবদল হবে। বিজেপির ঘুঁটি সাজাতেই তাঁর রাজ্য সফর। বাংলায় ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ১৮ টি আসনে জয়লাভ করেছে। সেই হাওয়ায় ভর করেই এবার ২০২১-র বাংলা দখলের নীল নক্সা ছকতেই তাঁর রাজ্য সফর বলে জানা গিয়েছে।