বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেসের আমলে এ রাজ্যে উন্নয়ন ব্যাহত হয়েছে। কেবল বোমা তৈরীর শিল্প ছাড়া আর কোন শিল্প হয় নি। নদিয়ার কল্যাণীতে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে বুধবার দুপুরে এক নির্বাচনী জনসভায় শ্রী শাহ অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের মদত দিতেই এরাজ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এনআরসি চালু করতে বাধা দিচ্ছেন। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এলে এ রাজ্য এনআরসি চালু করা হবে বলে তিনি মন্তব্য করেন।
অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের অনেকেই সারদা সহ বিভিন্ন চিটফান্ড কাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। এই সরকার দুর্নীতি পরায়ণ। কেন্দ্র সরকার গরিব মানুষের জন্য যেখানে স্বাস্থ্য বীমা চালু করেছে সেখানে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই বীমা এ রাজ্যে চালু করতে দেয়নি বলে শ্রী শাহ অভিযোগ করেন। তাঁর আরও অভিযোগ মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসছিলেন তখন মা মাটি মানুষ বলে যে চিত্র মানুষের কাছে তুলে ধরেছিলেন তা আজ বিপন্ন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলায় কোন বড় উদ্যোগ আসেনি। কোন কারখানাও গড়ে ওঠেনি। যদি বাংলাতে কোন কারখানা গড়ে উঠেছে তাহলো বোমের কারখানা।