আলিপুরদুয়ার কেন্দ্রে প্রথম দফার ভোটে অধিকাংশ বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। যখন বিরোধীরা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি করছে, এমনকী ভোটকর্মীরা পর্যন্ত নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করাতে অস্বীকার করছেন, তখন আলিপুরদুয়ারের ৫৭% বুথেই থাকছেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানে ভোট করাবেন রাজ্য পুলিশ।
উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী বৃহস্পতিবার। যেখানে মোট ভোটারের সংখ্যা ১৬ লক্ষ ৪৩ হাজার ৬১৬ জন। জেলায় মোট বুথের সংখ্যা ১২৭৪। এমত অবস্থায় ওই কেন্দ্রের মাত্র ৪৩% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়ে দেওয়া হল এদিন।
সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান আলিপুরদুয়ারের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক সুভাঞ্জন দাস। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার সুনীল যাদব। বৃহস্পতিবারের নির্বাচনের জন্য এখনও অবধি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানান তাঁরা।