শারদোৎসবের সময় কলকাতায় কি বড়সড় হামলার ছক ছিল ধৃত আল-কায়েদার জঙ্গীদের ? মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ও ডোমকল থেকে ধৃত আল-কায়দা (Al- Qaeda) জঙ্গি সদস্যদের জেরা করে একাধিক মিসিং লিংক উঠে এল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (ANI) হাতে। সামনেই দুর্গাপুজো। শারদোৎসবের মুখে তাহলে কি কলকাতা সহ বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছিল এই ছয় জঙ্গি? সে সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারী অফিসারেরা। এর পাশাপাশি ডোমকল বসন্তপুর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ধৃত নাজমুস শাকিবের মোবাইল ফোনে মিলেছে কাশ্মীরের কিছু ফোন নম্বর। কী উদ্দেশ্যে কাদের সঙ্গে যোগাযোগ রাখত ওই কলেজ-ছাত্র, তাও খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ-র পাশাপাশি ধৃত জঙ্গিদের জেরা চালাচ্ছে বেঙ্গল এসটিএফের অফিসারেরাও।
১৮ তারিখ শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদের ডোমকলের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ৬ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। একইদিনে কেরলের এর্নাকুলাম থেকেও গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের বাসিন্দা আরও ৩জন সন্দেহভাজনকে। ধৃত জঙ্গিরা দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে নাশকতার ছক কষছিল বলে এনআইএ সূত্রে জানানো হয় সংবাদমাধ্যমে। আদালতের নির্দেশে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাওয়ার পর রবিবার ২০ তারিখ সকাল থেকে ম্যারাথন জেরা করা হয় ডোমকল থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা ৬ জন সন্দেহভাজনকে। জেরায় ওই এলাকার জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে তদন্তকারী দলের সূত্রে জানানো হয়েছে।