জট কাটছে না হাওড়া পুরনিগমের, এ বার বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ সাফাইকর্মীদের

হাওড়া পুরনিগমের জট কাটছে না কিছুতেই। দিনকয়েক আগেই হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা মিটেছে। এ বার বেতন বাড়ার দাবিতে হাওড়া পুরনিগমের সামনে বুধবার থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন প্রায় হাজার খানেক সাফাইকর্মী।

হাওড়া পুরনিগম সূত্রে খবর, সাফাই বিভাগে প্রায় হাজার খানেক কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা বেতন বাড়ানোর দাবি করে আসছেন। কিন্তু, সেই দাবি কানে তোলা হয়নি। সাফাইকর্মীদের অধিকাংশেরই দাবি, বর্তমানে যে বেতন তাঁরা পান, তা দিয়ে সংসার চলে না। অস্থায়ী কর্মীদের বেতন সমস্যার সুরাহা হলেও, তাঁদের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি পুরনিগমের তরফে।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা প্রায় ১৫ বছর ধরে কাজ করছেন পুরনিগমে। এখনও তাঁদের দৈনিক বেতন ২৫৩ টাকা। সেটাও কখনও সখনও অনিয়মিত হয়ে পড়ে। অথচ, পরবর্তীকালে যাদের এই কাজে নিয়োগ করা হয়েছে, তাদের বেতন প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। এই বৈষম্য মানা হবে না বলেই এ দিন সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি, দৈনিক বেতন ৫০০ টাকা না করা হলে, অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করবেন সাফাইকর্মীরা।

প্রসঙ্গত, গত সোমবারই পুরসভার প্রশাসকমণ্ডলীর বৈঠকের পরে হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক ৪১৯ জন অস্থায়ী কর্মীকে নিয়মিত করার কথা ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ওই কর্মীদের বেতন রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া সম্ভব নয়। তাই হাওড়া পুরসভার নিজস্ব তহবিল থেকেই ওই কর্মীদের বেতন দেওয়া হবে। 

আগামী ১০ জুলাই ওই কর্মীরা প্রথম বেতন পাবেন। যদিও বকেয়া বেতনের বিষয়ে কিছু জানাননি পুরমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.