কমিশনার বদলি কি শান্তি ফিরবে ব্যারাকপুরে? ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া এলাকায় ধারাবাহিক সংঘর্ষ তথা প্রাণহানির ঘটনার জেরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ডঃ তন্ময় রায়চৌধুরীকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব আনা হল মনোজ কুমার ভার্মা । বৃহস্পতিবার বিকেলেই সরিয়ে দেওয়ার হয় তন্ময় রায়চৌধুরীকে। তাঁর জায়গায় দার্জিলিঙের আইজি পদে থাকা মনোজ ভার্মা নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ থেকে বদলাতে শুরু করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ। ওই দিনই দিল্লিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। লোকসভা বিজেপি প্রার্থী হিসেবে ১০ বছরের সাংসদ তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারান তিনি। সঙ্গে নিজের ছেড়ে যাওয়া ভাটপাড়া বিধানসভা আসনে পুত্র পবনকেও জিতিয়ে আনেন। লোকসভা ভোট চলাকালীন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার বদল করে নির্বাচন কমিশন। নীরজ সিংকে সরিয়ে দায়িত্বে আনা হয় সুনীল চৌধুরীকে। ভোট পর্ব মিনিটে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তন্ময় রায়চৌধুরীকে হাওড়ার পুলিশ কমিশনার পদে নিয়োগ করেছিল তাঁকে। কিন্তু সেই নিয়োগের দু একদিন পরেই তাঁকে পাঠানো হয়েছিল ব্যারাকপুরে। গত তিনমাসে তিনজন পুলিশ কমিশনার বদল করেও হাল ফেরেনি ব্যারাকপুরের আইন-শৃংখলার। জগদ্দল, ভাটপাড়া, কাঁকিনাড়ার লাগাতার হিংসার কারনেই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর। কিন্তু নীরাজ সিং বা সুনীল চৌধুরীও ব্যারাকপুর শিল্পাঞ্চলের সন্ত্রাসের ওপর আস্থা আনতে খুব একটা সফল হননি। তাই পুলিশ কমিশনার বদলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কতটা শান্তি ফিরবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছেই।