এক্সিট পোলের (Exit Poll) পরিসংখ্যান সামনে আসার পর থেকেই বিজেপির (Bharatiya Janata Party) কর্মী এবং সমর্থকেরা বেজায় খুশি। মুম্বাইয়ের বোরিভ্যালি এলাকায় উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে মোদী (Narendra Modi) জ্বর এতটাই যে, ময়রারা মোদী মাস্ক পড়ে লাড্ডু বানানো শুরু করেছে। ওই এলাকা মুম্বাইয়ের উত্তর পশ্চিম লোকসভা আসনের মধ্যে পড়ে, আর সেখান থেকে বিজেপির গোপাল শেট্টি প্রার্থী।
এক্সিট পোলের পরিসংখানের পর বোরিভ্যালি এলাকায় বিজেপির কর্মীরা ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই লাড্ডুর অর্ডার দেওয়া শুরু করেছে। লাড্ডু বানানোর কাজ সকাল ১১ টা থেকে শুরু হয়, এবং প্রায় সারা রাত চলে।
এইবার ওই লোকসভা আসন থেকে বিজেপি সাংসদ গোপাল শেট্টি কংগ্রেস তারকা প্রার্থী উরমিলা মাতোন্দকরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বিজেপি কর্মী অমিত ব্যাস জানান, এক্সিট পোলের আগে ১৫০০ কিলোর লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছিল। এক্সিট পোলের পর আরও ১৫০০ কিলো লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে। প্রথমে বিজেপি কর্মীরা ভেবেছিল, গোপাল শেট্টি ওই আসন থেকে ৪ লক্ষ ভোটে জিতবে। কিন্তু এক্সিট পোলের পর এবার আরও বড় জয়ের আশায় বিজেপি কর্মীরা।