অনুপম হাজরার পর এবার হামলা হল ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের উপরে। এলাকা পরিদর্শনে যান তিনি। তখনই তাঁর গাড়ি ঘিরে ধরে বাইকবাহিনী। যথেচ্ছ ভাঙচুর চালায় তারা। এই ঘটনায় যথারীতি অভিযুক্ত তৃণমূল।
সূত্রের খবর, গাড়িতে করে এলাকা পরিদর্শনের সময়ে ডোঙ্গানিয়া মোড়ে থেমে একটি বুথে যান নিলাঞ্জন। সেই সুযোগে ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ি। পেছনের কাচটির বেশিরভাগ অংশেই ভেঙে যায়। নীলাঞ্জন বলেন, সকাল থেকেই খবর পাচ্ছিলাম সাতগাছিয়া ও ফলতার কিছু বুথে তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে। যেখানে হামলার খবর পেয়েছি সেখানেই গিয়ে ভোটারদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি। সেভাবেই ডোঙ্গারিয়া হাইস্কুল মোড়ে আসি। এমন সময় ৫০ জনের একটি বাইক বাহিনী এসে আমার গাড়ির ওপরে হামলা চালায়।
বিজেপি প্রার্থীর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হামলা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে বারেবারেই জানিয়েছি বজবজের সীমন্ত বৈদ্য, ফলতার জাহাঙ্গীর খান বিজেপি কর্মকর্তাদের ওপরে হামলা চালাচ্ছে। অথচ উল্টে পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে।