কলকাতা, উত্তর ২৪ পরগণায় ফের বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা

শহর কলকাতায় আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৮৮ হাজার ছাড়াল৷ তারপরই দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা জেলা৷ এই জেলায় আক্রান্ত ছাড়াল ৮৩ হাজার৷ মৃতের নিরিখেও প্রথম কলকাতা,তারপর উত্তর ২৪ পরগণা৷

করোনা সংক্রমণে দু’টি জেলা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে৷ এই জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ এই দুই জেলার সংক্রমণ ও মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ৷
রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় গত ঘন্টায় অ্যাক্টিভ আক্রান্ত ৯২ জন৷ তার ফলে শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৭,৪৯৭ জন৷

আর উত্তর ২৪ পরগণায় একদিনে অ্যাক্টিভ আক্রান্ত ১১৮ জন৷ এই জেলায়ও অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ৭,১৫১ জন৷ এর পর তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা৷ সেখানে মোট অ্যাক্টিভ আক্রান্ত ২,২৪৪ জন৷

তবে কলকাতায় একদিনে আক্রান্ত ৮১৩ জন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট আক্রান্ত ৮৮ হাজার ২০০ জন৷ অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭৯৬ জন৷ যার ফলে মোট আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩ হাজার ৯ জনে৷

দুই জেলায় এই পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ৭১ হাজার ২০৯ জন৷ আর বাকি ২১ জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ১০৫ জন৷ ফলে বাংলায় মোট আক্রান্ত ৪ লক্ষ ৫ হাজার ৩১৪ জন৷

একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় ১১ জন৷ এই দুই জেলায় একদিনে মোট মৃত্যু ২৭ জন৷ এবং বাকি ২১ জেলায় একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের৷ ফলে বাংলায় একদিনে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের৷

অন্যদিকে কলকাতায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৩২৩ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় মোট মৃতের সংখ্যাটা ১,৬৮৩ জন৷ এই দুই জেলায় মোট মৃতের সংখ্যা ৪,০০৬ জন৷ এবং বাকি ২১ জেলায় মোট মৃত্যু ৩,২৮৮ জন৷ ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭,২৯৪ জনে৷

যদিও কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭০৫ জন৷ আক্রান্তের তুলনায় শহরে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা৷ সব মিলিয়ে কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৩৮০ জন৷

আর উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৬৭ জন৷ এই জেলায়ও আক্রান্তের তুলনায় কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা৷ তবে জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ১৭৫ জন৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি,পশ্চিম বর্ধমান,দুই মেদিনীপুর, নদিয়া,মালদা ও দার্জিলিং৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২৭,২৬৪), দক্ষিণ ২৪ পরগনায়(২৬,৭৪৫ ),হুগলি (১৯,৯৮১), পশ্চিম বর্ধমান (১১,১৬০),পূর্ব মেদিনীপুর ( ১৬,০৫০) ও পশ্চিম মেদিনীপুর (১৫,৬৯৫) জন,নদিয়া ( ১৩,৭০৯) জন,মালদা ( ১০,৪০৬) জন ও দার্জিলিং (১২,৫৭৩) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷

যে ৫৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬ জন৷ উত্তর ২৪ পরগনার ১১ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়ার ১০ জন৷ হুগলি ১ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ বাঁকুড়া ২ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ৭ জন৷ মালদা ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ২ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.