মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় পুলিস ও প্রশাসনের আধিকারিক এবং কংগ্রেস, বিজেপি ও বাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দফায় দফায় বৈঠক করলেন নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত রাজ্যের বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি আরো জানালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য ৬৪ কোম্পানি সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রসঙ্গত, বিগত দিনে রায়গঞ্জ পুরসভা নির্বাচন ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ আগে থেকেই করে আসছে বিরোধী দলগুলির নেতারা পুলিস পর্যবেক্ষকের কাছে গত পুর ও পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের জন্য আর্জি জানান । শ্রী দুবে বিহার সীমান্ত সহ অন্যান্য সীমান্তবর্তি অঞ্চলে বাড়তি নজর ও এলাকার হোটেল, লজ গুলিতে তল্লাশির নির্দেশ দিয়েছেন বলে জানান।
কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি ও নেতা পবিত্র চন্দ ; বিজেপির পক্ষে দলের রাজ্য কমিটির সদস্য সুজিত কুমার ঘোষ ও প্রার্থী দেবশ্রী চৌধুরীর নির্বাচনী এজেন্ট অসীম চন্দ বিশেষ পুলিস পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। বামেদের পক্ষ থেকে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল ও সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়।