২৪ ঘন্টায় মৃত্যু ৩১২ জনের, ভারতে করোনা-মুক্ত ২,৪৮,১৯০ জন

প্রাণঘাতী কোভিড-১৯(covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে ভারতে(India)। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪,৯৩৩ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪,০১১ জন এবং সংক্রমিত ৪,৪০,২১৫ জন। ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৪৮,১৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪,৪০,২১৫ জন (সক্রিয় করোনা রোগী ১,৭৮,০১৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,০১১। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,৪৮,১৯০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৪,০১১ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১১১ জনের মৃত্যু হয়েছে, অসমে ৯ জনের, বিহারে ৫৫ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১২ জন, দিল্লিতে ২২৩৩ জনের, গোয়া একজন, গুজরাটে ১৬৮৪ জনের, হরিয়ানায় ১৬৯ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৮৫ জনের, ঝাড়খণ্ডে ১১ জনের, কর্ণাটকে ১৪২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২১ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫২১ জন, মহারাষ্ট্রে ৬,২৮৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১৫ জনের, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ১০১ জন, রাজস্থানে ৩৫৬ জনের, তামিলনাড়ুতে ৭৯৪ জন, তেলেঙ্গানায় ২১৭ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৮ জন, উত্তর প্রদেশে ৫৬৯ জন এবং পশ্চিমবঙ্গে ৫৬৯ জন প্রাণ হারিয়েছেন।মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি দেশবাসীর চিন্তা সবথেকে বেশি বাড়াচ্ছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩,৫৭,৯৬, দিল্লিতে ৬২,৬৫৫, তামিলনাড়ুতে আক্রান্ত ৬২,০৮৭, রাজস্থানে সংক্রমিত ১৫,২৩২ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১৪,৩৫৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.