গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ২১৫৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ২৭১৭জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৮১শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.০২শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই। এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৮হাজার ৪৬০জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৩৪হাজার ৮৫০জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৭হাজার ৭০জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৩২০জনের।
এদিকে, গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩৯জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৬৬৩জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৪৪৫২জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন। সুস্থ হয়ে উঠছেন ৬২৮জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬লাখ ৬৬হাজার ৭৭টি। এখন রাজ্যে ৯৭টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2020-12-20