কর্ণাটকের (Karnataka) তুমকুর জেলায় (Tumkur District) এসইউভি (SUV) গাড়ি এবং অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন শিশু ও মহিলা-সহ কমপক্ষে ১৩ জন| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন| শুক্রবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে তুমকুর জেলার কুনিগালের কাছে| সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে, দু’টি গাড়ি ভেঙে দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় একটি শিশু-সহ ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই শিশুও মৃত্যুর কোলে ঢলে পড়ে|
পুলিশ সূত্রের খবর, মৃত ১৩ জনের মধ্যে ১০ জন তামিলনাড়ুর (Tamil Nadu) বাসিন্দা, বাকি ৩ জনের বাড়ি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে| প্রত্যেকেই কর্ণাটকের ধর্মস্থলে পুজো দিতে যাচ্ছিলেন| মৃতদের মধ্যে ৫ জন মহিলা এবং দু’টি শিশু| তুমকুর পুলিশ সুপার কে ভি কৃষ্ণা জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ কুনিগালের কাছে এসইউভি গাড়ি এবং অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনায় ৫ জন মহিলা ও দু’টি শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে| এসইউভি গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, তারপর অপর একটি গাড়িতে ধাক্কা মারে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|