পয়লা জানুয়ারি থেকে বদলে যাবে ১০ নিয়ম, প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে

নতুন বছরের শুরুতেই বেশ কিছু পরিবর্তন আসছে যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। এক নজরে দেখে নেওয়া যাক পয়লা জানুয়ারি ২০২১ থেকে ১০টি পরিবর্তন

১) চেক পেমেন্টের নিয়ম বদল হচ্ছে। ৫০হাজার টাকার বেশি চেক পেমেন্ট করতে হলে তা নিশ্চিত কিনা তা ব্যাংক যাচাই করে নেবে। তবে এই ব্যবস্থা অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে ঐচ্ছিক কিন্তু কিন্তু ব্যাংক চাইলে এটা বাধ্যতামূলক করতে পারে ৫ লক্ষ বা তার বেশি টাকার জন্য।

২) কন্টাক্ট লেন্স কার্ড লেনদেনের সীমা পরিবর্তন হচ্ছে। এই লেনদেনের সীমা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হচ্ছে।

৩)কিছু কিছু ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

৪)গাড়ির দাম বাড়ছে। কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ায় মারুতি সুজুকি ইন্ডিয়া এবং মহিন্দ্র এন্ড মহিন্দ্র তাদের গাড়ির দাম বাড়াচ্ছে ।

৫)ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করতে গেলে সেই নম্বরের আগে ‘০’ বসাতে হবে।

৬)গাড়ির জন্য FASTag বাধ্যতামূলক করা হচ্ছে।

৭) অতিরিক্ত খরচ হবে ইউপিআই পেমেন্টে । ফলে ব্যবহারকারীকে অ্যামাজন পে, গুগল পে, ফোন পে ইত্যাদিতে লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ লাগবে।

৮) পেমেন্টের জন্য গুগল পে ওয়েব অ্যাপ থাকবে না। তাছাড়া গুগল পে ইনস্ট্যান্ট মানিট্রান্সফার এর জন্য চার্জ নেবে।

৯) তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছেন একেবারে নতুন মাসের প্রথম দিন থেকে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হবে।

১০) জিএসটি রিটার্নের ক্ষেত্রে জানুয়ারি থেকে ছোট করদাতারা ফাইল করবে আটটি রিটার্ন (চারটি জিএসটিআর-৩বি এবং চারটিজিএসটিআর-১) বছরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.