১৯শের ভোটে বিজেপির নজরে বাংলা৷ রাজ্যে কলেবরেও বেড়েছে গেরুয়া দল৷ পশ্চিমবঙ্গের শাসক দলের মূল প্রতিপক্ষও বিজেপি৷ এই পরিস্থিতিতে ভোট ও ভোট পরবর্তী সময়য়ে পদ্ম শিবিরের নেতা, প্রার্থীদের প্রতি হামলার ঘটনা ঘটতে পারে৷ মনে করছে কেন্দ্রীয় শাসক দল৷ তাই এরাজ্যের বেশ কয়েকজন বিজেপি নেতা, প্রার্থীদের এবার ‘Y+’, ‘Y’ ও ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল৷
নিরাপত্তা বৃদ্ধির তালিকায় নাম রয়েছে বাংলার বিজেপির ১০ নেতা ও প্রার্থীর৷ মঙ্গলবারই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ লাগু হয়েছে বাড়তি সরক্ষা৷
কারা কারা রয়েছেন এই বাড়তি নিরাপত্তার তালিকার? প্রথমেই রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো এক সাংসদ ও বিধায়কের৷ দুজনেই এবার পদ্ম শিবিরের হয়ে ভোট ময়দানে প্রার্থী৷ অনুপম হাজরা ও অর্জুন সিং৷ যাদবপুরের প্রার্থী অনুপম ও বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ দুজনকেই এবার ‘Y+’ ক্যাটাগরির নিরাপত্তার আওতায় থাকবেন৷ সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স তাদের চারপাশে থাকবে৷
‘Y+’ ক্যাটাগরির নিরাপত্তা থাকছে এসএস আলুওয়ালিয়া, ভারতী ঘোষ ও নিশীথ প্রামানিকেরও৷ পাঁচ থেকে ৬ জন সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স তাদের ঘিরে থাকবেন৷ এসএস আলুওয়ালিয়া বিদায়ী মোদী মন্ত্রীসভার সদস্য৷ ভারতী ঘোষ প্রাক্তন আইপিএস অফিসার৷ পশ্চিম মেদিনীপুরের এসপি থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ট ছিলেন৷ পরে তাঁর বিরুদ্ধে মমতা সরকার করা হুমকি ও তোলাবাজির মামলা করে৷ যে মামলার তদন্ত করছে সিআইডি৷ এবার বিজেপির হয়ে ঘায়াল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতী ঘোষ৷
নিশীথ প্রামানিকও তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান৷ কোচবিহার কেন্দ্র থেকে গেরুয়া বাহিনীর হয়ে ভোটে লড়েন তিনি৷ বিজেপি নেতা সিদ্ধার্থ শঙ্কর দাসকেও বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে৷
উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রে মতুয়া সম্প্রদায় নির্ণায়ক শক্তি৷ এবার এই কেন্দ্র থেকে ভোটে বিজেপির বাজি প্রয়াত বড়মার ছোট নাতি শান্তনু ঠাকুর৷ তাঁকেও ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে৷ তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর ও প্রাক্তন সিপিএম বিধায়ক গেন মুর্মুকে দেওয়া হচ্ছে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা৷ এদের নিরাপত্তার দায়িত্বে থাকবে দুজন সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স৷
তবে এই নিরাপত্তা সাময়িক বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ নির্বাচনী পক্রিয়া শেষ হওয়া পর্যন্তই থাকবে এই বিশেষ নিরাপত্তা৷