মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হল ১০ জনকে।
সূত্রের খবর, বৃহস্পতিবারের ঘটনায় নৈহাটিতে ১০ জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই এই গ্রেফতারি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালায় পুলিশ। মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর আভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে ১০-১২ জনকে নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার ভাটপাড়ায় মমতার গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় একদল যুবক। আর তা শুনেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গাড়ি থেকে নেমে রীতিমত সাধারণ মানুষের দিকে ধেয়ে যান তৃণমূল নেত্রী।
পরে মুখ্যমন্ত্রী বলেন, ”কি সাহস। গালাগালি দিচ্ছে ওরা…।” গুন্ডামি, মস্তানি হবে না বলেও হুঁশিয়ারি দেন মমতা। এরপরেই সমস্ত বাড়িতে নাকা চেকিং চালানোর জন্যে পুলিশকে নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। উল্লেখ্য, ভোটের মরশুমে মেদিনীপুরে ভোট প্রচারে যাওয়ার সময় একইভাবে তাঁকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় একদল যুবক। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার ভাটপাড়ায়।
গতবারেও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। যা নিয়ে কটাক্ষও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও সেই একই ঘটনা ঘটল।