ভারতে (India)হু হু করে বেড়েই চলেছে করোনা (corona)-সংক্রমণ। সেই বৃদ্ধির ধারা বৃহস্পতিবারও বজায় থাকল। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৯৯৬ জন। এই সময়ে ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৫৭ জন করোনা-সংক্রমিত রোগীর। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮১০২ এবং সংক্রমিত ২,৮৬,৫৭৯ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৪১,০২৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯ জন (সক্রিয় করোনা রোগী ১,৩৭,৪৪৮)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১০২। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৪১,০২৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮১০২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭৮ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ৩৩ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৬ জন, দিল্লিতে ৯৮৪ জনের, গুজরাটে ১৩৪৭ জনের, হরিয়ানায় ৫২ জনের, হিমাচল প্রদেশে ৬ জনের, জম্মু-কাশ্মীরে ৫১ জনের, ঝাড়খণ্ডে ৮ জনের, কর্ণাটকে ৬৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৮ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪২৭ জন, মহারাষ্ট্রে ৩,৪৩৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৯ জনের, পঞ্জাবে ৫৫ জন, রাজস্থানে ২৫৯ জনের, তামিলনাড়ুতে ৩২৬ জন, তেলেঙ্গানায় ১৫৬ জন, উত্তরাখণ্ডে ১৫ জন, উত্তর প্রদেশে ৩২১ জন এবং পশ্চিমবঙ্গে ৪৩২ জন প্রাণ হারিয়েছেন।
2020-06-11