সাঁওতালি ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন কালীচরণ হেমব্রম। সাঁওতালি ভাষায় তাঁর ছোটগল্প সংকলন ‘শিশিরজালি’ লেখার জন্য তিনি এই পুরস্কারে মনোনীত হয়েছেন।
জাতীয় স্তরে সাঁওতালি ভাষাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, তাঁর ছোটগল্প সংকলন ‘শিশিরজালি’ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সাহিত্য ছাড়াও সাঁওতালি ভাষায় অনেক নাটক ও গান লেখেন কালীচরণবাবু। অনেক গানে সুরও দিয়েছেন তিনি নিজে। সদ্যসমাপ্ত ৩২তম লেখক সম্মেলনে প্রকাশিত হয়েছে তাঁর বই ‘সিরজন কাঁহেৎ’।