ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব নিয়েই কী বার্তা দিলেন ফাউলার? জানতে পড়ুন

লিভারপুলের কিংবদন্তী ফুটবলার রবি ফাউলার গতকাল ইস্টবেঙ্গলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। এরই সঙ্গে শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন সাপোর্ট স্টাফদের কথা। সেখানে রয়েছেন সহকারী কোচ হিসেবে অ্যান্থনি গ্রান্ট, ভারতীয় সহকারী কোচ হচ্ছেন রেনেডি সিং, ফিসিও মাইকেল হার্ডিং, ভিডিও অ্যানালিস্ট জোসেফ ওয়ালমসলে, স্পোর্টস সায়েন্টিস্ট জ্যাক ইনম্যান এবং গোলকিপার কোচ রবার্ট মিমস।

কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর শনিবারই সাংবাদিক সম্মেলন করলেন কোচ ফাউলার। এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আইএসএল-এর প্রতি আমার উচ্ছ্বাস ছাড়া আর কিছুই নেই। সমর্থকরা অত্যন্ত আবেগপ্রবণ, অনেক ভালো খেলোয়াড় উঠে এসেছে, এই পরিবেশকে পছন্দ করছে এবং এখানে খেলতে ভালো লাগছে। পরের মরশুমের জন্য মুখিয়ে আছি কলকাতায় ফিরে গিয়ে দর্শকদের সামনে খেলার।”

এছাড়াও আইএসএল-এ প্রথমবার কলকাতা ডার্বি নিয়ে ফাউলার বলেছেন, “প্রতিদ্বন্দ্বীতা সব সময় ভালো। এর ফলে খেলোয়াড়রা সবসময় চাঙ্গা থাকে, এর ফলে দলের মধ্যে আত্মবিশ্বাস আসে। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ সমর্থকদের জন্য। আইলিগে এই দুই ক্লাবের ইতিহাস সম্বন্ধে আমরা জানি, আর সেটাই আইএসএল-এ নতুন করে প্রকাশিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.