অলিম্পিক্সের ইতিহাসে টোকিয়োয় সবথেকে বেশি মেডেল জিততে পারে ভারত। প্রাক-অলিম্পিক্স তথ্য অনুযায়ী, টোকিয়োয় ভারতের ঝুলিতে ১৯ টি মেডেল আসতে পারে। চারটি স্বর্ণপদকও জেতার সম্ভাবনা আছে ভারতের।
নিয়েলসন কোম্পানির গ্রেসনোট অলিম্পিক্সের তরফে ভার্চুয়াল পদক তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার নিরিখে এবার মোট ১৯ টি পদক আসতে পারে ভারতের ঝুলিতে। ভারতীয় অ্যাথলিটরা চারটি সোনা, ন’টি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ জিততে পারেন। সেই ভবিষ্যদ্বাণী মিলে গেলে বা ধারেকাছে গেলেও অলিম্পিক্সের ইতিহাসে টোকিয়োয় সবথেকে বেশি সাফল্য পাবে ভারত। তার ফলে পদক তালিকায় ১৮ নম্বরে শেষ করতে পারে টিম ইন্ডিয়া।
এতদিন পদকের নিরিখে ২০১২ সালের অলিম্পিক্সে ভারত সবথেকে বেশি সাফল্য পেয়েছে। সেই লন্ডন অলিম্পিক্সে ছ’টি মেডেল (দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ) জিতেছিল ভারত। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ব্রোঞ্জ পেয়েছিলেন বিজেন্দর সিং এবং সুশীল কুমার। ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতের ঝুলিতে এসেছিল দুটি পদক।
কীভাবে তৈরি করা হয়েছে এই ভার্চুয়াল পদক তালিকা? গ্রেসনোট অলিম্পিক্সের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালে রিও অলিম্পিক্স থেকে বিভিন্ন তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে কোন কোন খেলোয়াড়রা পদক জিততে পারেন, সেই তালিকা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতে তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের পদক তালিকা। তবে করোনাভাইরাসের জেরে অন্যবারের তুলনায় এবার টোকিয়ো অলিম্পিক্সে ভবিষ্যদ্বাণী করার কাজটি বেশি জটিল। ফলে অন্যবারের তুলনায় এবার ভবিষ্যদ্বাণী ঘিরে বেশি অনিশ্চয়তা আছে বলে গ্রেসনোটের তরফে জানানো হয়েছে।
তাও গ্রেসনোটের তরফে জানানো হয়েছে, এবার অলিম্পিক্সে সবথেকে বেশি পদক জিতবে আমেরিকা। ৪০ টি সোনার পদক-সহ মোট ৯৬ টি পদক আসতে পারে আমেরিকার ঝুলিতে। সোনার পদক জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে থাকতে পারে চিন। এছাড়াও জাপান, নেদারল্যান্ডস, ইতালি, ব্রাজিল, তুরস্ক-সহ একাধিক দেশের ইতিহাসে সবথেকে অলিম্পিক্স পদক আসতে পারে টোকিয়ো থেকেই।