২৮ বছর পর কনিষ্ঠতম মহিলা হিসেবে ফরাসি ওপেন জিতে নজির এই টেনিস তারকার

বয়স মাত্র ১৯ বছর। আর এই বয়সেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের (Poland) ইগা সোয়াইতেক (Iga Swiatek)। প্যারিসে অনুষ্ঠিত ফরাসি ওপেনের (French Open) ফাইনালে হারালেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে (Sofia Kenin)। একসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন সোয়াইতেক। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম জেতার পাশাপাশি ১৯৯২ সালের পর কনিষ্ঠতম মহিলা খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জেতারও নজির গড়লেন। বলতে গেলে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি। খেলার ফল সোয়াইতেকের পক্ষে ৬–৪, ৬–১।

ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ৫৪ নম্বরে থাকা সোয়াইতেকের এটি দ্বিতীয় ফরাসি ওপেন ছিল। গতবছর চতুর্থ রাউন্ডেই বিদায় নিয়েছিলেন জুনিয়র উইম্বলডন জয়ী এই টেনিস খেলোয়াড়। কিন্তু এবারে যেন তাঁর অন্যরূপ। টুর্নামেন্টের প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এদিনও ম্যাচে বিপক্ষকে মাথা তুলেও দাঁড়াতে দেননি। প্রথম সেটে সোফিয়া কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে সোয়াইতেকের সামনে একপ্রকার হার স্বীকার করে নেন।

এদিকে, রবিবার পুরুষদের ফাইনালে দেখা যাবে সেই রাফা–জোকার লড়াই। দুই তারকাই নিজের নিজের সেমিফাইনালের ম্যাচ জিতেছেন। ‌৬–৩, ৬–৩, ৭–৬ (‌৭–০)‌ ফলে দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল (Rafael Nadal) হারিয়েছেন দ্বাদশ বাছাই দিয়েগো শোয়ার্তজম্যানকে। অন্যদিকে, নোভাক জকোভিচ (Novak Djocovic) পাঁচ সেটের কঠিন লড়াইয়ে হারিয়েছেন স্টেফানোস সিটসিপাসকে। তবে দু’‌জনের মধ্যে এবারও ফেবারিট কিন্তু লাল মাটির সম্রাট নাদালই। এবার ফরাসি ওপেন জিতলে ১৩তম ফরাসি ওপেনের পাশাপাশি আরেক কিংবদন্তি ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন স্প্যানিশ টেনিস তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.