সুযোগ না কাজে লাগাতে পেরেই পয়েন্ট নষ্ট, জানালেন হাবাস

টানা তিন ম্যাচে জয় দিয়ে সপ্তম আইএসএল অভিযান শুরু করার পর হঠাতই ছন্দপতন এটিকে-মোহনবাগানের। গত ম্যাচে জামশেদপুর এফসি’র কাছে হারের পর ফতোরদার নেহরু স্টেডিয়ামে শুক্রবার হায়দরাবাদ এফসি’র কাছে আটকে গেল আন্তোনিও লোপেজ হাবাস। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্টের পর সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জানালেন সুযোগ নষ্টের প্রদর্শনীর জন্যই হায়দরাবাদের বিরুদ্ধে পয়েন্ট হারাতে হল তার দলকে।

শুক্রবার জোড়া গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৪ মিনিটে মনবীর সিং’য়ের গোলে গতবারের চ্যাম্পিয়নরা এগিয়ে গেলেও ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হায়দরাবাদকে সমতায় ফেরান জোয়াও ভিক্টর। আর ম্যাচ শেষে ফলাফলে অসন্তুষ্ট এটিকে-মোহনবাগান কোচ জানালেন, তার দল সুযোগ কাজে লাগাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। হাবাসের কথায়, ‘অন্যান্য ম্যাচের তুলনায় আজ দল আক্রমণে অনেক বৈচিত্র্য এনেছে। আমাদের কাছে অনেক সুযোগ এসেছিল কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। কিছু ত্রুটিপূর্ণ মুভমেন্টের জন্য আজ আমরা পয়েন্ট নষ্ট করলাম। ওটা পেনাল্টি হজম করা একেবারেই উচিৎ হয়নি।’

হাবাস আরও বলেন যে তাঁর দলে আক্রমণ এবং রক্ষণে সমতা আসতে আরও সময় লাগবে। স্প্যানিশ কোচের কথায়, ‘আমাদের আরও সময় দরকার। এখনও অবধি আমরা এমন কোনও ম্যাচ খেলিনি যেখানে আক্রমণ এবং রক্ষণে সমতা চোখে পড়েছে। এফসি গোয়া ম্যাচের জন্য আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে।’ উল্লেখ্য আগামী বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে হাবাসের দল। পাশাপাশি চোট সমস্যার কবলে পড়েছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। সেই কারণেই নিজামদের বিরুদ্ধে একাদশে তাঁকে নামানো হয়নি বলে জানিয়েছেন এটিকে-মোহনবাগান কোচ।

অন্যদিকে শক্তিশালী এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে দু’জন বিদেশি নিয়ে খেলে এক পয়েন্ট পেয়ে খুশি হায়দরাবাদের সহকারী কোচ থাংবোই সিংতো। উল্লেখ্য, হেড কোচ ম্যানুয়েল মার্কুয়েজ জামশেদপুর ম্যাচে কার্ড দেখায় এদিন সাইডলাইনে দায়িত্ব সামলাতে হয় সিংতোকেই। হাবাসের থেকে পয়েন্ট কেড়ে নিয়ে তৃপ্ত সিংতো বলেন, ‘ভুলবশত গোল ফুটবলে যে কোনও দল হজম করে থাকে। কিন্তু এরপর শক্তিশালী হয়ে ফিরে আসা এবং পেনল্টি অর্জন করে নেওয়াটা কম ব্যাপার নয় আর আমরা যোগ্য হিসেবেই সেটা করেছি।’

হায়দরাবাদের সহকারী কোচ আরও বলেন, ‘এই লিগে যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। অনেক টিম চোট সমস্যায় ভুগছে। আমাদের কাছেও আজকের ম্যাচটা কঠিন ছিল কিন্তু আমরা অন্ততপক্ষে ড্র করার ব্যাপারে প্রত্যাশী ছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.