টোকিওয় ছেলেদের কুস্তিতে রুপো জিতলেন রবি, ফাইনালে হারলেন বিশ্বচ্যাম্পিয়নের কাছে

সেমিফাইনালে ২-৯ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থা থেকে অবিশ্বাস্য কামব্যাকে জয় ছিনিয়ে নিয়েছিলেন রবি কুমার দাহিয়া। যদিও ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন রবি। গোল্ড মেডেল বাউটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা।

বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন রাশিয়ান অলিম্পিক সংস্থার অধীনে লড়াই চালানো জাভুর। তিনি শুরুতেই ২-০ লিড নেন। তবে রবি ২-২ পয়েন্টের সমতায় ফেরেন কিছুক্ষণের মধ্যেই। শেষমেশ ফার্স্ট পিরিডয়ে ৪-২ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি।

সেকেন্ড পিরিয়ডেও প্রথম পয়েন্ট সংগ্রহ করেন জাভুর। তিনি সেকেন্ড পিরিয়ডে মোট ৩ পয়েন্ট পকেটে পোরেন। রবি আরও ২ পয়েন্ট নিজের খাতায় যোগ করলেও সার্বিকভাবে ৪-৭ পয়েন্টে পিছিয়ে পড়তে হয় তাঁকে।

কোন পথে এল রুপো:-

# প্রথম বাউটে কলম্বিয়ার অস্কার এদুয়ার্গো টিগেরেরস আর্বানোকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৩-২ ব্যবধানে পরাজিত করেন রবি।

# কোয়ার্টার ফাইনাল বাউটে রবি ১৪-৪ ব্যবধানে পরাজিত করেন বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভ্যাঙ্গেলভকে।

# সেমিফাইনাল বাউটে  কাজাখাস্তানের নুরিস্ল্যাম সানায়েভকে টেক ডাউন করে (ভিকট্রি বাই ফল) ফাইনালের টিকিট নিশ্চিত করেন রবি কুমার।

# ফাইনালে জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন রবি কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.