মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল, সম্ভাব্য একাদশ

আইএসএলে অভিষেক জয়ের খোঁজে কলকাতা জায়ান্ট এসসি ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যে মঙ্গলবার জিএমসি ব্যাম্বোলিম স্টেডিয়ামে তারকাখোচিত মুম্বই সিটি এফসি’র মুখোমুখি রবি ফাওলারের প্রশিক্ষণাধীন দল। শুরুটা ভালো হয়নি। ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে-মোহনবাগানের কাছে হারতে হয়েছে ০-২ গোলে। প্রথম ম্যাচের নিরিখে দলের ফিটনেস ঘাটতি চোখে পড়েছে দারুণভাবে। মাঝে দিনতিনেকের বিরতিতে সেই ঘাটতি কতোটা মিটেছে, সেদিকেই তাকিয়ে লাল-হলুদ জনতা এবং বিশেষজ্ঞরা।

কয়েকটি পজিশন নিয়েও চিন্তার অবকাশ রয়েছে। আপফ্রন্টে জেজে পুরো ফিট না থাকায় এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে শুরু করেছিলেন বলবন্ত সিং। কিন্তু নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি একদা এটিকে’র প্রাক্তনী। তাই জেজেকে নিয়ে শুরু করার সম্ভাবনা প্রবল। অ্যারন হলওয়ের সামান্য চোট থাকায় এবং সিকে বিনিথ দেরিতে প্রস্তুতি শুরু করায় এখনও ম্যাচ খেলার অবস্থায় পৌঁছননি। তাই পরিবর্ত হিসেবে বলবন্তই ভরসা। মাঝমাঠে মাত্তি স্টেইনম্যানের পাশে লোকেন মিতেই নজর কাড়লেও তাঁর গত ম্যাচে একটা হালকা হ্যামস্ট্রিং ইনজুরি হয়। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে পাওয়া নিয়ে প্রাথমিকভাবে সংশয় থাকলেও মনে করা হচ্ছে আজও শুরু করবেন তিনি। প্রয়োজনে পরবর্তীতে লিংদোকে ব্যবহার করবেন ব্রিটিশ কোচ।

আরেকটি পজিশন নিয়ে ফাওলার সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে পরীক্ষায় যেতে পারেন সেটা হল লেফট-ব্যাক। রানা ঘরামিকে এটিকে-মোহনবাগান ম্যাচে একেবারেই সাদামাটা মনে হয়েছে। পরিবর্ত হিসেবে গত মরশুমে হায়দরাবাদ এফসি’তে প্রায় নিয়মিত খেলা গুরতেজ সিং’কে মুম্বই সিটি এফ’সির বিরুদ্ধে দেখা যেতে পারে একাদশে। লেফট-উইং ব্যাক নারায়ণ দাসও ডার্বিতে দ্বিতীয় গোলের ক্ষেত্রে সিংহভাগ দায়ী হলেও তাঁর ডিফেন্সিভ দক্ষতার কারণে হয়তো আজকের ম্যাচেও ফাওলার ভরসা রাখতে পারেন তার উপর। অর্থাৎ, দলের অন্দরমহলে চোট অথবা ফিটনেস সমস্যা গভীর না হলে গত ম্যাচের প্রথম একাদশে জোড়া পরিবর্তন এনে মুম্বইয়ের বিরুদ্ধে শুরু করতে পারেন রবি ফাওলার।

অন্যদিকে প্রথম ম্যাচে চোট পাওয়া রেনিয়ার ফার্নান্দেজকে মাঝমাঠে হয়তো আজও পাচ্ছেন না লোবেরা। তবে কার্ড সমস্যা কাটিয়ে আহমেদ জাহৌ ফিরছেন মাঝমাঠে। অর্থাৎ, মাত্তি স্টেইনম্যান, লোকেন মিতেইদের সঙ্গে মুম্বইয়ের মাঝমাঠে জাহৌ-বোর্জেস জুটির একটা তুল্যমূল্য লড়াই দেখা যেতে পারে। রক্ষণে মোর্তাদা ফল, সার্থক গোলুই ভরসা মুম্বইয়ের। আপফ্রন্টে অ্যাডাম লে ফন্ড্রেকে রেখে একটু পিছনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করবেন অবশ্যই হুগো বোউমাস, সিওয়াই গড্ডার্ড এবং ফারুখ চৌধুরি।

একনজরে দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ:

মুম্বই সিটি এফসি (৪-২-৩-১): অমরিন্দর সিং, মোর্তাদা ফল, সার্থক গোলুই, মহম্মদ রাওকিপ/ অময় রানাওয়াডে, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, হুগো বোউমাস, সিওয়াই গড্ডার্ড, ফারুখ চৌধুরি, অ্যাডাম লে ফন্ড্রে।

এসসি ইস্টবেঙ্গল (৩-৪-২-১): দেবজিত মজুমদার, ড্যানি ফক্স, স্কট নেভিল, গুরতেজ সিং, মাত্তি স্টেইনম্যান, লোকেন মিতেই, সুরচন্দ্র সিং, নারায়ণ দাস, অ্যান্থনি পিলকিংটন, জ্যাক ম্যাঘোমা, জেজে লালপেখলুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.