নিউজিল্যান্ড ম্যাচে মানসিক চাপ সামলানোই আসল চ্যালেঞ্জ হতে চলেছে কোহলিদের, জিততে হলে দূর করতে হবে এই বাধাগুলি

1/7বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান, চলতি টি-২০ বিশ্বকাপের আগে এই বিষয়টা যেমন চাপে রাখত পাক দলকে, ঠিক তেমনই নিউজিল্যান্ড ম্যাচের আগে আইসিসি ইভেন্টের ইতিহাস চাপে রাখবে কোহলিদের। আসলে আইসিসি ইভেন্টে দীর্ঘ ১৮ বছর নিউজিল্যান্ডের বাধা টপকাতে পারেনি টিম ইন্ডিয়া। তাছাড়া ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দলকে। সুতরাং, মানসিক চাপ কাটিয়ে ওঠাই প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে কোহলিদের সামনে। 

প্রত্যাশার চাপ সামলানোও মুশকিল হয়ে দাঁড়াতে পারে ভারতের পক্ষে। টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেবারিটের তকমা পেয়ে আসছেন কোহলিরা। সেই অনুযায়ী পাকিস্তান ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েও সমর্থকদের প্রত্যাশার চাপ টের পেতে পারেন বিরাটরা।
2/7প্রত্যাশার চাপ সামলানোও মুশকিল হয়ে দাঁড়াতে পারে ভারতের পক্ষে। টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেবারিটের তকমা পেয়ে আসছেন কোহলিরা। সেই অনুযায়ী পাকিস্তান ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েও সমর্থকদের প্রত্যাশার চাপ টের পেতে পারেন বিরাটরা।
পাকিস্তানের বিরুদ্ধে হারের পর মহম্মদ শামির ধর্ম নিয়ে অনভিপ্রেত আক্রমণ মানসিকভাবে ধাক্কা দিতে পারে টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফর্ম করতে না পারলে যে, এমন আক্রমণের তীব্রতা বাড়বে, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ভারতীয় ক্রিকেটারদের।
3/7পাকিস্তানের বিরুদ্ধে হারের পর মহম্মদ শামির ধর্ম নিয়ে অনভিপ্রেত আক্রমণ মানসিকভাবে ধাক্কা দিতে পারে টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফর্ম করতে না পারলে যে, এমন আক্রমণের তীব্রতা বাড়বে, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ভারতীয় ক্রিকেটারদের।
পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ড ম্যাচকে কার্যত কোয়ার্টার ফাইনালের তকমা দেওয়া হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে, এই ম্যাচে যে দল জিতবে, তারা পাকিস্তানের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে। সুতরাং লিগ ম্যাচের আবহই কোহলিদের সামনে নক-আউটের চ্যালেঞ্জের মতো মনে হতে পারে। 
4/7পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ড ম্যাচকে কার্যত কোয়ার্টার ফাইনালের তকমা দেওয়া হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে, এই ম্যাচে যে দল জিতবে, তারা পাকিস্তানের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে। সুতরাং লিগ ম্যাচের আবহই কোহলিদের সামনে নক-আউটের চ্যালেঞ্জের মতো মনে হতে পারে। 
বিশ্বকাপের শুরু থেকেই হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে বিস্তর চর্চা চলছে। টিম ম্যানেজমেন্টের তরফে পান্ডিয়াকে আড়াল করার প্রচেষ্টাও দেখা গিয়েছে। হার্দিক বল করতে না পারায় পাঁচজন বিশেষজ্ঞ বোলারের উপরেই নির্ভর করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। একজন ব্যর্থ হলে তাঁর খামতি ঢাকার মতো বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক মাঠে নামলে তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে।
5/7বিশ্বকাপের শুরু থেকেই হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে বিস্তর চর্চা চলছে। টিম ম্যানেজমেন্টের তরফে পান্ডিয়াকে আড়াল করার প্রচেষ্টাও দেখা গিয়েছে। হার্দিক বল করতে না পারায় পাঁচজন বিশেষজ্ঞ বোলারের উপরেই নির্ভর করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। একজন ব্যর্থ হলে তাঁর খামতি ঢাকার মতো বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক মাঠে নামলে তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাযথ টিম কম্বিনেশন নির্বাচন করাও চ্যালেঞ্জের হতে চলেছে ভারতের সামনে। কেননা, অশ্বিন ছন্দে রয়েছেন। হার্দিক আধা ফিট। আবার শার্দুল উইকেটটেকিং বোলার। তাছাড়া তাঁর ব্যাটের হাতটাও মন্দ নয়। সব দিক বিবেচনা করে যথাযথ প্রথম একাদশ মাঠে নামানো সহজ কাজ নয়। 
6/7নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাযথ টিম কম্বিনেশন নির্বাচন করাও চ্যালেঞ্জের হতে চলেছে ভারতের সামনে। কেননা, অশ্বিন ছন্দে রয়েছেন। হার্দিক আধা ফিট। আবার শার্দুল উইকেটটেকিং বোলার। তাছাড়া তাঁর ব্যাটের হাতটাও মন্দ নয়। সব দিক বিবেচনা করে যথাযথ প্রথম একাদশ মাঠে নামানো সহজ কাজ নয়। 
লকি ফার্গুসন নেই। তবে নিউজিল্যান্ডের বোল্ট, সাউদি, নিশাম, মিলিনরা আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নেমেছেন কিছুদিন আগেই। তাছাড়া পরিস্থিতির সঙ্গেও তাঁরা সড়গড়। সুতরাং, ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে অনায়াসে বড় রান করা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে।
7/7লকি ফার্গুসন নেই। তবে নিউজিল্যান্ডের বোল্ট, সাউদি, নিশাম, মিলিনরা আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নেমেছেন কিছুদিন আগেই। তাছাড়া পরিস্থিতির সঙ্গেও তাঁরা সড়গড়। সুতরাং, ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে অনায়াসে বড় রান করা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.