মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল হবে? এই নিয়ে নানা জল্পনা চলছে। সেই জল্পনাকে আরও একটু রোমাঞ্চকর করে দিলেন অস্ট্রেলিয়া এবং চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শেন ওয়াটসন। তাঁর দাবি আবার, পরের বছর আইপিএলে ধোনি প্লেয়ার হিসেবে ফিরবেন না। অন্য ভূমিকায় তাঁকে দেখা যাবে।
কয়েক দিন আগেই একটি অনুষ্ঠানে মাহি ইঙ্গিত দিয়েছিলেন, পরের বছর আইপিএলেও তিনি খেলতে চান। চেন্নাই অধিনায়ক দাবি করেছিলেন, ‘যদি আমার বিদায়ের প্রসঙ্গে আসি, তা হলে আমি বলব, আপনারা এর পরেও (চেন্নাই সমর্থকরা) মাঠে এসে সিএসকে-র হয়ে আমার খেলা দেখতে পারবেন। আর তখনই হয়তো আমি বিদায়ী ম্যাচ খেলব। তাই আপনাদের সামনে সুযোগ থাকবে, আমাকে বিদায় জানানোর। আশা করি, আমরা হয়তো আবার চেন্নাইয়ে আসব এবং আমি আমার শেষ ম্যাচ ওখানেই খেলব। এবং সমর্থকদের সঙ্গেও দেখা হবে আবার।’ট্রেন্ডিং স্টোরিজ
এ দিকে ধোনি আবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের টসের সম সঞ্চালক ড্যানি মরিসনকে বলেছেন, ‘এখন আপনি আমাকে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখছেন। কিন্তু আমি সিএসকে-এর হয়ে খেলব কি না, সেটা নিয়েও অনেক অনিশ্চয়তা রয়েছে। এর কারণটা হল, আরও দু’টি নতুন দল আসছে। আমরা ধরে রাখার নীতি জানি না। আমরা আমরা জানি না, কতজন বিদেশী এবং ভারতীয় খেলোয়াড়কে আমরা ধরে রাখতে পারব।’
ধোনি যে অনিশ্চয়তার কথা বলেছেন, সেটা খুবই যুক্তিপূর্ণ। তবে তাঁর কথাতে মনে হয়েছে, তিনি ক্রিকেটার হিসেবেও পরের বছর আসতে পারেন। আবার অন্য কোনও ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে। এ রকমটা মনে করছেন অনেকেই। আর সেই বিষয়টি আরও পরিষ্কার করে দিয়েছেন শেন ওয়াটসন। তাঁর দাবি, ‘এমএসের এই উত্তর গত বছরের থেকে একেবারে আলাদা। গত বছর তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, হ্যাঁ, তিনি অবশ্যই ফিরে আসবেন, এই বিষয়ে। নিলামে কী হবে এবং দু’টি নতুন দল এলে সমীকরণ কী হবে, এই বিষয়ে ওর কথা শুনে মনে হচ্ছে, ও হয়তো এখনও চেন্নাইতেই থাকবে, তবে খেলোয়াড় হিসাবে নয়। একজন পরামর্শদাতা হিসাবে থাকবে। যে কোনও ফ্র্যাঞ্চাইজিতে এই ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ।’