বিরাট কোহলির অধিনায়কত্ব যাওয়া এবং সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার ভারতীয় দলের অধিনায়ক হওয়া এখন ‘হট টপিক’। একাধিক বিশেষজ্ঞ এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। অনেকেই মনে করছেন এবার কোহলি আবার আগের ফর্মে ফিরবেন। সুনীল গাভাসকরও সেই দলেরই।
কোহলির ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করার সময় না আসলেও, এক সময়ে শতরান করা থেকে যাকে রোখা কষ্টকর ছিল, সেই কোহলির বিগত দুই বছরে একটিও শতরান না করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে নিজের ‘ওয়ার্কলোড’ কমানোর কথা কোহলি নিজের মুখেই জানিয়েছিলেন। তিন ফর্ম্যাটের বদলে শুধু টেস্টে অধিনায়কের দায়িত্বে থাকা, চাপমুক্ত কোহলির ব্যাটে আবার শতরানের বন্যা দেখা যেতে পারেই বলেই আশাবাদী গাভাসকর। ভারতীয় কিংবদন্তি Sports Tak-এ আলোচনায় জানান, ‘আমরা হয়তো আবার দুই বছর আগের বিরাট কোহলিকে ফিরে পেলেও পেতে পারি, যে একের পর এক শতরান করবে।’ট্রেন্ডিং স্টোরিজ
পাশপাশি আরেক মুম্বইকর রোহিতকে অধিনায়কত্বের দায়িত্ব ব্যাটিংয়েও বাড়তি দায়িত্ব নিয়ে খেলায় উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন গাভাসকর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন রোহিতের পারফরম্যান্সের দিকে ইশারা করে তিনি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর আমরা রোহিত শর্মাকে ২০-৩০ রানগুলো বড় রানে রূপান্তরিত করতে দেখেছি। অধিনায়ক হলে ব্যাটিং করার সময়ও অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হয়। অধিনায়ক হিসেবে বাকিদের জন্য উদাহরণ হতে হয় এবং তাতে শট নির্বাচনও ভাল হয়। মুম্বই এর লাভ পেয়েছে। কে বলতে পারে, হয়তো ভারতীয় সাদা বলের অধিনায়ক হওয়ার পর রোহিত আগের থেকে আরও বেশি রান করা শুরু করল।’