FIFA WC Argentina Scenario: পোল্যান্ডের বিরুদ্ধে না জিতেও প্রি-কোয়ার্টারে যেতে পারেন মেসিরা! কী বলছে সমীকরণ?

1/5আজকে গভীর রাতে বিশ্বকাপের গ্রুপ সি-র শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুটি খেলা অনুষ্ঠিত হবে আজ। ভারতীয় সময় রাত সাড়ে ১২টার সময় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্তিনা। অপর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সৌদি আরব। এই আবহে একনজরে দেখে নিন এই গ্রুপের কোয়ালিফিকেশনের অঙ্ক।

2/5বর্তমাবে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। তবে আর্জেন্তিনার কাছে হেরে গেলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। তবে সৌদি আরবের সঙ্গে যদি মেক্সিকোর ম্যাচ ড্র থাকে, তাহলে আর্জেন্তিনার সঙ্গে যদি ২ গোলের ব্যবধানেও পোল্যান্ড ম্যাচ হারে, তাহলেও তারা পরবর্তী রাউন্ডে যাবে। এদিকে পোল্যান্ড আর্জেন্তিনাকে হারাতে পারলে সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে।

3/5এদিকে পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনা জিতলে গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টারের টিকিট পাবেন মেসিরা। বর্তমানে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে মেসিরা। তবে যদি তারা হেরে যান তাহলে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। তবে পোল্যান্ড-আর্জেন্তিনার ম্যাচ যদি ড্র হয় এবং মেক্সিকো যদি সৌদিকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানের ওপর নির্ভর করবে আর্জেন্তিনার গ্রুপ অফ ১৬-এর টিকিট। এদিকে আর্জেন্তিনা যদি ড্র করে এবং সৌদি জিতে যায়, তাহলেও মেসিরা ছিটকে যাবেন।

4/5৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে সৌদি। মেক্সিকোর বিরুদ্ধে সৌদি জিতলে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা হবে তাদের। এদিকে সৌদির ম্যাচ যদি ড্র হয় এবং আর্জেন্তিনা যদি হেরে যায়, তাহলেও সৌদি এগোবে। তবে সৌদি এবং মেসিরা, দুই দলই যদি ড্র করে, তাহলে গোল ব্যবধানে পরবর্তী রাউন্ডে যাবে আর্জেন্তিনা, ছিটকে যাবে সৌদি।

5/5১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে মেক্সিকো। তবে মেক্সিকো যদি শেষ ম্যাচ জেতে এবং পোল্যান্ডের কাছে মেসিরা হারেন, শুধুমাত্র তাহলেই তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবেন ওচোয়ারা। ম্যাচ ড্র করে শুধুমাত্র সৌদির যাত্রাভঙ্গ করতে পারবে মেক্সিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.