ফের সেঞ্চুরি স্মিথের, বিরাটদের বড় রানের টার্গেট অস্ট্রেলিয়ার

 প্রথম ম্যাচের পুনরাবৃত্তি৷ ফের দুরন্ত সেঞ্চুরি স্টিভ স্মিথের৷ ফের ভারতের সামনে কঠিন টার্গেট৷ রবিরার দ্বিতীয় ওয়ান ডে-তেও বিরাটের বোলারদের নিয়ে ছেলাখেলা করলেন অজি ব্যাটসম্যান৷ মাত্র ৪ চার উইকেট হারিয়ে ৩৮৯ রান তুলল অস্ট্রেলিয়া৷

এদিন প্রথম ম্যাচের স্কোরকেও টপকে গেল অস্ট্রেলিয়া৷ টস জিতে এদিন ব্যাটিং নিতে ভুল করেননি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ৷ ফের দারুণ ওপেনিং পার্টনারশিপ৷ অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ১৪২ রানের ওপেনিং পার্টনারশিপে বিরাটদের ফের পাহাড়প্রমাণ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া৷ প্রথম ম্যাচে বিরাটদের টার্গেট ছিল ৩৭৫ রান৷ আর এদিন বিরাটদের টার্গেট ৩৯০৷ সুতরাং অস্ট্রেলিয়ায় ভারতের টানা দ্বিতীয় ওয়ান ডে সিরিজে হার এখনও শুধু সময়ের অপেক্ষা৷ অসম্ভব কিছু না-হলে এই ম্যাচ জেতা সম্ভব নয় কোহলিদের৷

করোনা আবহে প্রথম দু’টি ম্যাচে দারুণ উপভোগ করল এসসিজি-র দর্শকরা৷ রবিবারও ভারতীয় বোলারদের পিটিয়ে রানের পাহাড়ে পৌঁছল ফিঞ্চবাহিনী৷ প্রথম ম্যাচের মতো এদিনও ভারতীয় বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনেন স্মিথ-ওয়ার্নাররা৷ অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটসম্যানই এদিন হাফ-সেঞ্চুরি করেন৷ ক্যাপ্টেন ফিঞ্চ ৬০ রানে প্রথম প্যাভিলিয়নে ফেরেন৷ ইনিংসের ২৩তম ওভারে মহম্মদ শামি ফেরান ফিঞ্চ৷ কিন্তু তারপর ক্রিজে এসে ভয়ংকর ব্যাটিং করেন স্মিথ৷

প্রথম ম্যাচের মতো এদিনও তাঁর ব্যাটে সেঞ্চুরি দেখল এসসিজি-র দর্শকরা৷ শুক্রবার করেছিলেন ৬২ বলে সেঞ্চুরি৷ আর এদিন তার পুনরাবৃত্তি ঘটল৷ ৬২ বলে সেঞ্চুরি করে ১৩টি চার ও ২টি ছক্ক হাঁকিয়ে৷ শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ রানে হার্দিক পান্ডিয়ার শিকার হন স্মিথ৷ তবে এর আগে ফের ব্যাট হাতে দাপট দেখান বাঁ-হাতি ওপেনার ওয়ার্নার৷ ৭৭ বলে ৭টি বাউন্ডারি ও ৩টি ছয়-সহ ৮৩ রান করে রান-আউট হন৷

ওয়ার্নার আউট হওয়ার পর তৃতীয় উইকেটে মার্নাস লাবুশানেকে নিয়ে ১৪৬ রান করে অস্ট্রেলিয়াকে তিনশো রানের দোড়গোরায় পৌঁছে দেন স্মিথ৷ তারপর লাবুশানে ও গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন৷ প্রথম ম্যাচের মতো এদিন ঝোড়ো ইনিংস খেলেন ম্যাক্সি৷ মাত্র ২৯ বলে চারটি ছয় ও চারটি ছক্কা মেরে ৬৩ রানে অপরাজিত থাকেন ম্যাক্সেওয়েল৷ এর আগে ৬১ বলে ৭০ রান করে আউট হন লাবুশানে৷

এদিন ছন্নছাড়া বোলিং ভারতের৷ ইনিংসের শেষ ওভার করতে এসে ম্যাক্সওয়েলকে পরপর ২টি ফুলটস দেন নভদীপ সাইনি৷ ৭ ওভারে ৭০ রান দেন তিনি৷ এদিনও তাঁর উপর বেশি নির্মম ছিলেন অজি ব্যাটসম্যানরা৷ এছাড়া শামি ৯ ওভারে ৭৩ এবং বুমরাহ ১০ ওভারে ৭৯ রান দেন৷ লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল ৯ ওভারে ৭১ রান দেন৷ তুলনামুলকভাবে ভালো বোলিং করেন হার্দিক পান্ডিয়া৷ ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে স্মিথের উইকেট তুলে নেন হার্দিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.