CWG 2022: ১৬ বছর পর মেডেল মহিলা হকিতে, সাবিত্রী পুনিয়ার দৌলতে

ভারতীয় মহিলা হকি দল ১৬ বছর পরে বিস্ময়কর ঘটনা ঘটাল। কমনওয়েলথ গেমসে প্রথমবার ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় মহিলা হকি দল। বার্মিংহ্যামে চলতি ২০২২ কমনওয়েলথ গেমস-এ আশ্চর্যজনকভাবে পারফর্ম করেছে তারা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ ছিল ভারতের মেয়েদের সামনে। ভারতীয় মহিলা হকি দল সেই সুযোগকে কাজে লাগাল। কমনওয়েলথ গেমসে হকিতে ব্রোঞ্জ পদক জিতল ভারতের মেয়েরা। ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতীয় দল শুটআউটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল।

ম্যাচটি প্রথমে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। এমন পরিস্থিতিতে শুটআউটের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারিত হয়। যেখানে ভারত জিতেছে। ভারত শুটআউটে ২-১ ব্যবধানে জিতেছে এবং এর মাধ্যমে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় বারের মতো পদক জিতেছে ভারতের মহিলা হকি দল। ভারত সর্বশেষ ২০০৬ CWG-তে রুপোর পদক জিতেছিল। একই সময়ে,২০০২ সালে,ভারত ম্যাঞ্চেস্টারCWG-তে স্বর্ণপদক জিতেছিল। এমন পরিস্থিতিতে ১৬ বছর পর আবারও কমনওয়েলথ গেমসে হকিতে পদক জিতল ভারত।

ভারতের একমাত্র গোলটি করেন সালিমা তেতে। দ্বিতীয় কোয়ার্টারের ১৪তম মিনিটে হাফ টাইমের আগে গোল করে ভারতকে ১-০ তে এগিয়ে দিয়েছিলেন তিনি। যা শেষ পর্যন্ত স্থায়ী ছিল। এমনকি নিউজিল্যান্ড দল শেষ চার মিনিটে তাদের গোলরক্ষককে সরিয়ে দিলেও ভারত গোল করতে পারেনি,অন্যদিকে কিউয়ি দল শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে। ম্যাচ শুটআউটে পৌঁছে যায়।

ভারত এর আগে স্বর্ণ এবং রুপোর পদক জিতেছিল।কিন্তু ১৬ বছর পর এই প্রথম ভারতীয় মহিলা হকি দল পদক জিততে সফল হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গত বছর টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক্সে গেমসে ভারতকে সেমিফাইনালের পর ব্রোঞ্জ পদকের ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.