প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আসন্ন ২৬ ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে বুধবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ভারতীয় দলের বিমান ধরার কথা। ভারতীয় ক্রিকেটের নবযুগে প্রবেশের আগে এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কেন?
নিয়মমাফিক প্রতিটি সফরে রওনা দেওয়ার আগে ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বসেন। প্রোটিয়া সফরে পাড়ি দেওয়ার আগে বুধবার সেইমতোই ওডিআই নেতৃত্ব যাওপার পর প্রথমবার সাংবাদিক সম্মেলনে বসার কথা ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। অধিনায়কত্ব থেকে বাতিল, নতুন অধিনায়ক রোহিত শর্মা ও বোর্ডের সঙ্গে মনোমালিন্য, ভারতীয় অনুশীলনে অনুপস্থিতি, বিরাটকে ঘিরে প্রশ্ন আর বিতর্কের ছড়াছড়ি। এখনও অবধি বিরাট নিজের মুখ খুললেও বুধবার সম্মলনে তাঁকে মুখ খুলতেই হবে। সাম্প্রতিক সময়ের চর্চিত ও গুরুত্বপূর্ণ সাংবিদক সম্মেলন হতে চলেছে এটি। ট্রেন্ডিং স্টোরিজ
বিরাটকে নিয়ে একাধিক রটনা, ঘটনা নিয়ে বিরাট উত্তর দিন বা না দিন, প্রশ্নের মুখোমুথি যে তাঁকে হতেই হচ্ছে তা একপ্রকার নিশ্চিত। ব্যাটার হিসেবে কঠিন পিচে বহুবার নিজের দলকে খাদের কিনারা টেনে তুলেছেন বিরাট। এবার পিচ সাংবাদিক সম্মলন, ব্যাট হল মাইক্রোফোন এবং সাংবাদিকদের প্রশ্ন হল ১৫০ কিমি গতিতে ধেয়ে বাউন্সার। এই বাউন্সারে বিরাট ডাক করেন না স্বভাবচিত আগ্রাসী ভঙ্গিমায় এক হুকে তা মাঠের বাইরে ফেলে দেন, এথন সেটাই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।