সিরিজ বাঁচিয়ে রাখার জন্য ইংল্যান্ডের দরকার ৩৩৭ রান৷ শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম ব্যাটিং করে ৬ উইকেট ৩৩৬ রান তুলেছে ভারত৷ লোকেশ রাহুলের দুরুন্ত সেঞ্চুরি, বিরাট কোহলি ও ঋষভ পন্তের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে হাসতে তিনশো রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া৷
সিরিজের প্রথম ম্যাচ জেতায় এদিন জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরবে কোহলি অ্যান্ড কোং৷ সেক্ষেত্রে চার বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতবে ভারত৷ সিরিজের প্রথম ম্যাচের মতোই এদিনও টস হারেন বিরাট৷ কিন্তু টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার৷ ইয়ন মর্গ্যান চোটের কারণে প্রথম ম্যা্চের পর সিরিজ থেকে ছিটকে যাওয়ায় এদিন ইংল্যান্ডকে নেতৃত্ব দেন বাটালার৷about:blank
ইংল্যান্ড শুরুটা ভালো করলেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে ম্যাচে ফেরে ভারত৷ মাত্র ৩৭ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ আগের ম্যাচে ৯৮ রান করা ধাওয়ান এদিন মাত্র ৪ রানে ইনিংসের চতুর্থ ওভারেই টোপলের বলে ড্রেসিংরুমে ফেরেন৷ আর ব্যক্তিগত ২৫ রানে স্যাম কারেন ফেরান রোহিতকে৷
কিন্তু তৃতীয় উইকেটে ১২১ রান যোগ করে ভারতকে বড় রানের ভিত গড়েন দেন বিরাট ও রাহুল৷ ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন কোহলি৷ কিন্তু ক্রিজে জমে যাওয়ার পর ব্যক্তিগত ৬৬ রানে আদিল রশিদের বলে আউট হন কোহলি৷ তবে ড্রেসিংরুমে ফেরার আগে এদিন রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করেন কোহলি৷ বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন কোহলি৷ এর আগে একমাত্র এই নজির রয়েছে প্রাক্তন অজি ব্যাটসম্যান পন্টিংয়ের৷
কোহলি আউট হওয়ার পর রাহুলকে সঙ্গে দেন এক বছরের বেশি সময় পর ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তন করা পন্ত৷ চতুর্থ উইকেটে দু’জনে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশো রানের দোরগোড়ায় পৌঁছে দেন৷ তবে ড্রেসিংরুমে ফেরার আগে ওয়ান ডে কেরিয়ারে তাঁর পঞ্চম সেঞ্চুরিপূর্ণ করেন রাহল৷ ১১৪ বলে সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা হাঁকান তিনি৷
রাহুল আউট হলেও পন্ত ও হার্দিক পান্ডিয়া ভারতকে তিনশোর গণ্ডি পার করান৷ মাত্র ৪০ রানে সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্য ৭৭ রান করে আউট হন পন্ত৷ আর ১৬ বলে চার ছক্কা ও একটি বাউন্ডারি মেরে ৩৫ রান করেন হার্দিক৷