শেষ পর্যন্ত জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শারীরিক অবস্থা নিয়ে আপডেট জানাল বিসিসিআই (BCCI)। নিউ জিল্যান্ড থেকে অস্ত্রোপচার করিয়ে আসার পর, কয়েক দিন বিশ্রামে ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার। এরপর গত সপ্তাহ আগে থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) অনুশীলন শুরু করে দিয়েছেন ‘বুম বুম বুমরা’। বোর্ডের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে বুমরা পিঠের ব্যথা অনুভব করছেন না। ফলে ইতমধ্যেই হাই ইনটেনসিটি ট্রেনিং শুরু করে দিলেন ভারতীয় ফাস্ট বোলার।
বুমর যে আইপিএল (IPL 2023) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship Final 2023) খেলতে পারবেন না সেটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। ভারতীয় বোর্ডের একমাত্র টার্গেট ছিল বুমরাকে ঘরের মাঠে হতে চলা একদিনের বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট করে তোলা। সেটা মেনে খুবই সাবধানতা অবলম্বন করছে বিসিসিআই। প্রতিমুহূর্তে ডাক্তার এবং ফিজিওর পরামর্শ নেওয়া হয়েছে।