করোনা আতঙ্কে এবার স্থগিত রাখা হল আগামি সপ্তাহে রাউন্ড-১৬’র ফিরতি লেগের খেলা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্টে। যার জেরে স্থগিত একাধিক গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট। অনিশ্চয়তার কালো মেঘ আগামী জুলাইয়ে টোকিওতে শুরু হতে চলা অলিম্পিক ঘিরেও। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোভেল করোনা ভাইরাসকে ‘বিশ্ব মহামারী’ আখ্যা দেওয়ায় আর ঝুঁকি নিল না ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি।
করোনা আতঙ্কে স্থগিত হয়ে গেল আগামি সপ্তাহে ম্যাঞ্চেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস-লিয়ঁ’র মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলি। বৃহস্পতিবার একথা নিশ্চিত জানিয়ে দিয়েছে উয়েফা। এমনিতেই জুভেন্তাস সংসারে থাবা বসিয়েছে মারণ করোনা। নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ তথা জুভেন্তাস ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। বাকি স্কোয়াডকে বিপদ থেকে বাঁচাতে রাখা হয়েছে কোয়ারান্টাইনে। রিয়াল মাদ্রিদও মারণ ভাইরাস থেকে বাঁচতে একই পন্থা অবলম্বন করেছে।
এমন সময় কোনওভাবেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিল উয়েফা। টুইটারেও অনুরাগীদের উদ্দেশ্যে এব্যাপারে বার্তা দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। অন্যদিকে করোনা আতঙ্কে আগামী দু’সপ্তাহ বন্ধ লা-লিগার সমস্ত খেলা। প্রিমিয়র ডিভিশন ছাড়াও বন্ধ রাখা হচ্ছে ‘বি’ ডিভিশনের খেলাও। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মোতাবেক পরের দু’টি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ক্লোজ-ডোর। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ বাস্কেটবল টিমের এক সদস্যের শরীরে COVID-19 পজিটিভ মেলায় রিয়াল মাদ্রিদ তাদের ফুটবল স্কোয়াডকে কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এমন অবস্থায় লা-লিগা আগামী দু’সপ্তাহ বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করেছে স্প্যানিশ ফুটবলের গভর্নিং বডি। করোনা ব্যাপক প্রভাব যাতে কোনওভাবেই প্রভাব না ফেলতে পারে অলিম্পিকে, সেকথা মাথায় রেখে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ একবছর পিছিয়ে দেওয়া হোক। দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।