করোনা আতঙ্কে এবছর হোলির রং ফিকে প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির

ভারতে করোনা ভাইরাস প্রায় দোরগোঁড়ায়| তাই সংক্রণ কীভাবে আটকানো যায় তা নিয়ে তুমুল কথোপকথনের মাঝেই সোশ্যাল মিডিয়া ট্যুইট পরপর | তাও আবার হাই প্রোফাইল অ্যাকাউন্টের থেকে | বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারীতে প্রথম যে সতর্কতা এড়িয়ে চলার পরামর্শ সকলে দিয়েছেন তা হল যে কোন ভিড় ও জনবহুল জায়গা এড়িয়ে চলা | সেই পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশঅযাল হ্যান্ডেলে ট্যুইট করে বলেন তিনি কোভিড ১৯এর সংক্রমণ ঠেকাতে এবার হোলির মত উৎসব থেকে দূরে থাকবেন |

বুধবার সেই বার্তার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডা একই পথ অনুসরণ করে | স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেন,যদিও ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব এই হোলি, তবুও চারদিকে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনার কথা ভেবে এবার হোলি মিলন উৎসবে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি | নিজে নন শুধু, সাধারণের উদ্দেশ্য তিনি বলেন যে কোন রকম জনসমাগম এড়িয়ে চলতে |

সংক্রমণের হাত থেকে রেহাই পেতে নিজের ও পরিবারের যথেষ্ট যত্নের কথাও বলেন তিনি | এই দুজনের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে একই সুরে কথা বলতে দেখা যায় | তিনি বলন, গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত মানুষদের কথা ভেবে ও তাদের রুখতে যে অক্লান্ত প্রয়াস করে চলেছেন চিকিৎসকেরা তাদের কথা মাথায় রেখে তিনি এবছর কোন হোলির অনুষ্ঠান করবেননা ও কোথাও নিজে কোন অনুষ্ঠানে থাকবেন না বলেও জানান বিজেপির ওই নেতা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.