গরীব হিন্দু চাষীদের জমি জোর করে দখলের চেষ্টা হুগলি জেলার ফুরফুরাতে। সেখানে নলেজ সিটি গড়ে তোলার চেষ্টায় ‛আহলে সান্নাতুল জামাত এসোসিয়েশন’ নামে একটি সংগঠন। নিজেদের একমাত্র অবলম্বন কৃষিজমি রক্ষা করতে তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন চাষীরা। তাঁরা তৈরি করেছেন ‛বালিয়া-বাসন্তী কৃষিজমি রক্ষা কমিটি’। গতকাল কলকাতা প্রেস ক্লাবে সেই কমিটির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়।
জানা গিয়েছে, হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা এলাকার চাঁচোয়া-ডিঙ্গলহাটি গ্রামের প্রায় ১২০ বিঘা জমির উপর নলেজ সিটির নির্মাণ করতে চায় আহলে সান্নাতুল, যার নেতৃত্বে রয়েছেন ত্বহা সিদ্দিকীর ভাইপো আব্বাস সিদ্দিকী। কিন্তু গরীব চাষীরা তাদের জমি দিতে রাজি নন। কিন্তু সেই জমি জোর করে দখলের চেষ্টা চলছে জোরকদমে। স্থানীয় প্রভাবশালী ত্বহা সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর ক্ষমতার কাছে ওই গরিব হিন্দু চাষীরা নিতান্ত অসহায়। জমি দখলের চেষ্টায় একাধিকবার জমির ফসল নষ্ট করেছে মুসলিম দুষ্কৃতীরা। এমনকি জোর করে নির্মাণের চেষ্টা চালাচ্ছে তাঁরা। এমন পরিস্থিতিতে নিজেদের একমাত্র সম্বল জমি বাঁচাতে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা। তাদের এই অসম লড়াইয়ে পাশে পেয়েছেন হুগলি জেলার হিন্দুত্ববাদী নেতা পার্থ প্রতিম ঘোষ এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শান্তনু সিংহকে। তাঁরা সবরকমভাবে সহযোগিতা করেছেন আন্দোলনরত চাষীদেরকে। শান্তনু সিংহ বলেন, ‛ জমির জবরদখল রুখতে শ্রীরামপুর কোর্ট থেকে ১৪৪ধারায় স্ট্যাটাসকো নেওয়া হয়েছে। তারপরেও জোর করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এমনকি প্রশাসনের তরফে দখলকারীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‛যায় হোক না কেন, আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছি’।