বিপদের সময় তাঁরা যে জাতিধর্ম নির্বিশেষ সব মানুষের পাশে এসে দাঁড়ান সে কথা আরও একবার প্রমাণ করলেন আরএসএস (RSS) সদস্যরা। একে তো করোনার প্রচণ্ড ধাক্কা আর তার জেরে চলা লকডাউনের (Lockdown) জন্য শ্রমিক পাওয়াই মুশকিল তার ওপর কালবৈশাখী আর শিলাবৃষ্টি। ফসল নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছিলেন বনগাঁর ভাগচাষিরা। এবার অবস্থা দেখে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ওই এলাকার আরএসএস কর্মীরা। স্থানীয় মুসলিম চাষীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জমি থেকে ফসল তুলে দিলেন তাঁদের ঘরে। বনগাঁ জেলার এমনই এক ভাগচাষী আলম মণ্ডল। বৃষ্টিতে আর প্রতিদিনের কালবৈশাখীতে তাঁর ধান ভিজে খারাপ হয়ে যাচ্ছিল। দিনমজুরের অভাবে তুলতেও পারছিলেন না ধান। অবস্থা দেখে তাঁর পাশে এসে দাঁড়ালেন আরএসএস কর্মীরা। ফসল বাঁচাতে পেরে অবশেষে হাসি ফুটেছে আলমের মুখে।
শনিবার বঁনগা গ্রামীন খণ্ডের এক স্বয়ংসেবক তথা বিজেপি (BJP) নেতা গোবিন্দ বিশ্বাস বলেন, ‘লকডাউনে চাষীরা দিনমজুর না পেয়ে বিপদে পড়েছিল। ওঁদের কাছে বাড়তি টাকাও নেই। তাই আমরা এসেছি সাহায্য করতে। বিপদের সময় সবাইকে সাহায্য করাই আমাদের কাজ।‘ একইভাবে এই দলেরই সদস্য ভবতোষ বিশ্বাস, প্রশান্ত মণ্ডল, অর্জুন বিশ্বাস প্রবীর সরকাররা বিপদের সময় এসে দাঁড়িয়েছেন মানুষের পাশে।