আমাদের ভারত, কোচবিহার, ২৪ জুলাই: লাগাতার বৃষ্টি ও নদী গুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় কোচবিহার জেলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।কোচবিহারে ফুঁসছে, তোর্ষা, রায়ডাক, কালজানি, মানসাই নদী। তুফানগঞ্জের রায়ডাক ও মাথাভাঙার মানসাই নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলমগ্ন কয়েক হাজার মানুষ।
ইতিমধ্যে জেলায় প্রায় ৫০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে আশ্রয় নিয়েছেন ৬ হাজারেরও বেশী মানুষ। কোচবিহারের মাথাভাঙার পচাগড় এলাকার প্রায় ৩০০ টি বাড়ি জনমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে তুফানগঞ্জের নাককাটিগছ , বালাভূত ইত্যাদি এলাকায় অনেক মানুষ জল বন্দি হয়ে পড়েছেন। জেলা প্রশাসন ত্রাণ শিবির গুলি খুলে দিলেও সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়নি, ফলে ক্ষোভ ছড়িয়েছে মানুষের মধ্যে।
গত দুদিন ধরে ভারি বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বিভিন্ন এলাকা। বৃষ্টির সঙ্গে সঙ্গে কোচবিহারের নদিগুলিতেও জলস্তর বেড়েছে। তুফানগঞ্জের রায়ডাক ও মাথাভাঙার মানসাই নদিতে লালসতর্কতা জারি করা হয়েছে। বাড়ছে তোর্ষার জলও। ফলে জলমগ্ন হয়ে পড়েছেন এই সব নদী তীরবর্তী এলাকার মানুষজন। তবে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়লেও প্রশাসনের তরফে তাদের কোনও সহায়তা করা হচ্ছেনা বলে অভিযোগ উঠছে। কোথাও দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়নি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দুর্গতদের খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কোচবিহার সদরে বৃষ্টি হয়েছে ৭৩.২০ মিমি, দিনহাটায় বৃষ্টি হয়েছে ৫৫ মিমি, তুফানগঞ্জে ৬৫.৬০ মিমি এবং মাথাভাঙায় বৃষ্টি হয়েছে ১২৪ মিমি। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বিভিন্ন এলাকায় ত্রিপল বিলি করা হচ্ছে।