*আজ থেকে ভারী বৃষ্টি (Heavy Rainfall) উত্তরবঙ্গে (North Bengal)। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে (South Bengal)। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে চলবে সপ্তাহভর। মৌসুমী বায়ু থমকে উত্তর-পশ্চিম ভারতে। ফাইল ছবি। (প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা)
*চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের দু-এক জেলায় বৃহস্পতিবার মাঝারি-ভারী বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
*শুক্রবার বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি-ভারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ফাইল ছবি।
*শনিবার বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা নদিয়া, মুর্শিদাবাদে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
*আজ থেকে ফের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার মাঝারি থেকে ভারি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ফাইল ছবি।
*উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহারের ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খন্ড এবং দক্ষিণ বঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে বঙ্গে। ফাইল ছবি।