প্রায় সাড়ে ৩ বছর পর কলকাতায় দেখা যাবে সূর্যগ্রহণ। মোট ৩ ঘণ্টা ৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ। তবে, ভারতে সূর্যের বলয় গ্রাস হলেও কলকাতায় কিন্তু হবে আংশিক সূর্যগ্রহণ। পাশাপাশি, দেখা যাবে কোচবিহার ও দার্জিলিঙের আকাশেও। ৩৯ বছর আগে ‘পূর্ণগ্রাস সূর্যগ্রহণ’ দেখার সৌভাগ্য হয়েছিল কলকাতার। এরপর কলকাতার আকাশে শেষ সূর্যগ্রহণ হয় ২০১৬ সালের ৯ মার্চ। তারপর টানা সাড়ে ৩ বছর পর কলকাতা এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে ২৬ ডিসেম্বর। তবে, এবার ‘পূর্ণগ্রাস’ নয় কলকাতার আকাশে দেখা যাবে ‘আংশিক সূর্যগ্রহণ’। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৬ তারিখে সূর্যের বলয়গ্রাসের পথ গিয়েছে দক্ষিণ ভারতের উপর দিয়ে। ফলে বলয়গ্রাস দেখার সৌভাগ্য হবে দক্ষিণ ভারতীয় কিছু জায়গায়, যেমন – তিরুচিরাপল্লী, উটি, মাদুরাই, কোঝিকোড়, ম্যাঙ্গালোর সহ আরও কিছু জায়গায়। কলকাতা, কোচবিহার, দার্জিলিং সহ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর, দিল্লি, বেঙ্গালুরু সহ কিছু জায়গায়।
সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণকে ঘিরে বহুকাল থেকেই অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয়, গ্রহণের প্রভাব পড়ে যে কোন শুভ কাজে। তাই এইসময় কোনও কাজই করা উচিত নয়, বর্তমান দিনে যাকে আমরা কুসংস্কার হিসেবেই চিহ্নিত করি। তবে চলুন, কুসংস্কারকে এড়িয়ে প্রকৃত বৈজ্ঞানিক কারণগুলি তুলে ধরা যাক মানুষের মধ্যে।
২৬ এর গ্রহণ শুরু হচ্ছে সকাল ৮টা ০৬মিনিট থেকে এবং তা চলবে বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত। স্বভাবতই গ্রহণকে দেখতে মুখিয়ে থাকব আমরা সকলেই। তবে, বিজ্ঞানীদের মতে সূর্যগ্রহণ প্রক্রিয়া দেখার সময় কিছু বাধা নিষেধও রয়েছে। দেখে সেগুলি কী।
গ্রহণ চলাকালীন কী কী করবেন না
১) খালি চোখে গ্রহণ দেখবেন না। ২) ছবি বা ভিডিও করার সময় খালি চোখে করবেন না। ৩) চশমা ছাড়া ক্যামেরার নেগেটিভ দিয়ে দেখবেন না।
গ্রহণ চলাকালীন কী কী করবেন
১) দেখার সময় সানগ্লাস বা এক্সরে প্লেট ব্যবহার করুন। ২) দূরবিন যন্ত্রের সাহায্যে দেখার চেষ্টা করুন। ৩) সোলার গ্লাসের মাধ্যমে প্রতিফলন তৈরী করে তার প্রতিচ্ছবি দেওয়ালে ফেলে দেখতে পারেন। ৪) গ্রহণের দিন কোনও শুভ অনুষ্ঠান থাকলে তা অনায়াসেই করতে পারেন। ৫) গ্রহণের সময় জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারেন এবং গ্রহণ উপভোগ করতে পারেন। ৬) গ্রহণের দিন বাচ্চাদের অনায়াসে স্কুল-কলেজে পাঠাতে পারেন। ৭) গ্রহণের সময় যদি ঘরের ভেতর অন্ধকার হয়ে যায় তবে বাড়ির আলোগুলি জ্বেলে রাখবেন। যাতে যাতায়াতে অসুবিধে না হয়।