Nobel Prize 2021: জলবায়ু নিয়ে কাজ, ফিজিক্সে নোবেল ২ বিজ্ঞানীর, ‘জটিল’ কারণে স্বীকৃতি আরও একজনের

পদার্থ বিজ্ঞানে (ফিজিক্স) নোবেল পুরস্কার পেলেন জাপান, জার্মানি এবং ইতালির বিজ্ঞানীরা। পৃথিবীর জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কাজের জন্য সিউকুরো মানাবে এবং ক্লস হাসেলমানকে স্বীকৃতি জানিয়েছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। জটিল প্রাকৃতিক প্রক্রিয়ার সংক্রান্ত আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন জর্জিও পারিসি। 

নোবেল কমিটির তরফে বলা হয়েছে, ‘পৃথিবীর জলবায়ুর প্রাকৃতিক প্রতিরূপ, পরিবর্তনশীলতাকে সংখ্যা ব্যক্ত করা এবং নির্ভরযোগ্যভাবে বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার’ জন্য জাপানের মানাবে (৯০) এবং জার্মানির হাসেলমানকে (৮৯) স্বীকৃতি দেওয়া হচ্ছে। ‘পৃথিবীর জলবায়ু এবং মানবিক সভ্যতা কীভাবে সেই বিষয়কে প্রভাবিত করে, তা নিয়ে আমাদের জ্ঞান ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছেন’ মানাবে এবং হাসেলমান। তাঁরা নোবেলের একটি অংশ পাচ্ছেন। বাকিটা অংশটা যাচ্ছে ইতালির পারিসির (৭৩) কাছে।ট্রেন্ডিং স্টোরিজ

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, পারমাণবিক থেকে গ্রহের প্রাকৃতিক প্রক্রিয়া সংক্রান্ত আবিষ্কারের জন্য পারিসিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পারিসি একটি জটিল প্রাকৃতিক এবং গাণিতিক মডেল তৈরি করেছেন। যা গণিত, জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, মেশিন লার্নিংয়ের মতো সম্পূর্ণ আলাদা ক্ষেত্রের জটিল বিষয়কে বুঝতে সাহায্য করবে। সেই আবিষ্কারের জন্য নোবেল পাওয়ার পর ইতালির বিজ্ঞানী বলেন, ‘এটা অত্যন্ত জরুরি যে আমরা খুব ভালো সিদ্ধান্ত নিই এবং দ্রুত গতিতে এগিয়ে যাই। ভবিষ্যতের প্রজন্মের কাছে বিষয়টা একেবারে পরিষ্কার, আমাদের এখনই কিছু করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.