আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৭২ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের দু একটি জেলায়। হতে পারে ভারি বৃষ্টিপাত।আগামী তিন দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Kolkata)। এই মুহূর্তে বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। এটি মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর টানেই প্রচুর জলীয় বাষ্প তৈরি হওয়ায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
সোমবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ এখনো ধীরগতিতে চলছে। অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। বৃহস্পতিবার পর্যন্ত এটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। সঙ্গে ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়বে ৭০ কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে।