ঘূর্ণিঝড় আমফনের (Amphan Cyclone Strom) জন্য পশ্চিমবঙ্গ উপকূল এবং আন্দামানে জোরালো বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে দেরি হয়ে যাবে। সাধারণত ১ জুনের মধ্যে কেরালায় বর্ষা চলে আসে। কিন্তু আবহাওয়া দপ্তর এর বক্তব্য চলতি বছর কেরালার বর্ষা বর্ষা আসতে দেরি হবে আরো দিন ৪ থেকে ৫ দিন ! ইন্ডিয়া মেটালার্জিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আইএমডি ডিরেক্টর এম মহাপাত্রের মতে আন্দামান নিকোবর আইল্যান্ড এবং দেশের পূর্ব উপকূলে নিম্নচাপের জন্য বৃষ্টি হলেও কেরালা কে এই বছর অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।
মেটালার্জিক্যাল ডিপার্টমেন্টের মতে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি মৌসুমী বায়ু আন্দামানে এসে পৌঁছায় ২২ মে নাগাদ! গতবছর মৌসুমী বায়ু এসে পৌঁছায় ২০ মে! কিন্তু তারপর সেখানেই থেমে থাকায় বাকি দেশে বর্ষা আসতে সময় লেগে যায় প্রায় এক সপ্তাহ। আবহাওয়া দপ্তর এর মতে মৌসুমী বায়ু কবে এসে পৌঁছাচ্ছে আন্দামানে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার ওপরই নির্ভর করে কেরালাতে কবে বর্ষা ঢুকবে। যদিও এত তাড়াতাড়ি বিষয়ে কিছু বলার সময় আসেনি বলে মনে করছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। কিন্তু তাও তাদের মতে আমফন সারাদেশের বর্ষা পিছিয়ে দেবে খানিকটা।