টার্গেট বাংলা। তাই বার বার পশ্চিমবঙ্গে এসে বিজেপির ভোটপ্রচারে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় এসে মোদির মুখে হামেশাই শোনা যাচ্ছে ‘আসল পরিবর্তন’ ও ‘সোনার বাংলা’ গড়ার ডাক। বাংলায় ভোট প্রচারের কৌশলে কিছুদিন আগেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে ‘খেলা হবে’ মার্কা কিছু স্লোগান বসিয়ে স্টিকার তৈরি করেছিল বিজেপির আইটি সেল। এবার সেই প্রচার আরও এক ধাপ এগিয়ে মোদির ছবিই ধার করা হল। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে তাতে লেখা হল ‘ভোট ফর মোদি দাদা’। অর্থাৎ, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে এবার ‘মোদি দাদা’-কে অস্ত্র করে মাঠে নামল বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে ‘দিদি’ হিসেবে পরিচিতি পেয়েছেন। বাংলার মানুষ তো বটেই, রাজ্যের বাইরেও বহু সেলিব্রিটি দিদি বলতে একডাকেই বোঝেন মমতাকে। সেই পরিপ্রেক্ষিতে মমতার সঙ্গে একেবারে সরাসরি সম্মুখসমরে নামতে এবার ‘দাদা’ হলেন মোদি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা একে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। কারণ, বাংলা ও বাঙালির কাছে ‘দাদা’ বলতে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকে আবার ভালোবেসে মিঠুন চক্রবর্তীকেও ‘দাদা’ সম্বোধন করেন। তবে বাঙালি আজও ‘দাদা’ নামে সৌরভকেই চেনে।
তবে সোমবার বাংলায় বিজেপির প্রচারে ‘ভোট ফর মোদি দাদা’ পোস্টার প্রকাশ পাওয়ার পর অনেক বিজেপি নেতাই নিজেদের সোশ্যাল ওয়ালে সেই ছবি শেয়ার করেছেন। অনেকে আবার নিজেদের প্রোফাইল ছবিতেও ‘মোদি দাদা’-কেই রেখেছেন। বিজেপির মুখপাত্র তেজিন্দর পাল সিং বাগ্গা এদিনই নিজের ট্যুইটার প্রোফাইল ছবি পাল্টে রেখেছেন এই ছবি।