দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে হলদিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি। শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে হলদিয়া জুড়ে সাজ সাজ রব পড়ে যায়। বিজেপি-র বহু কর্মী সমর্থক আগে থেকেই হলদিয়ায় হাজির হন শুভেন্দুকে স্বাগত জানানোর জন্য। সেখানে অল্প সময়ের জন্য একটি সভাও করেন তিনি। শুভেন্দু জনসভায় বলেন, “”রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে। পরিবর্তনের জন্য, তৃণমূলকে সরাতে হবে আমাদের। তৃণমূল একটি প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে শুধুমাত্র পিসি ও ভাইপোই স্বাধীনভাবে কথা বলতে পারেন।”
হলদিয়া, ১২ মার্চ (হি.স.): দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে হলদিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি। শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে হলদিয়া জুড়ে সাজ সাজ রব পড়ে যায়। বিজেপি-র বহু কর্মী সমর্থক আগে থেকেই হলদিয়ায় হাজির হন শুভেন্দুকে স্বাগত জানানোর জন্য। সেখানে অল্প সময়ের জন্য একটি সভাও করেন তিনি। শুভেন্দু জনসভায় বলেন, “”রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে। পরিবর্তনের জন্য, তৃণমূলকে সরাতে হবে আমাদের। তৃণমূল একটি প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে শুধুমাত্র পিসি ও ভাইপোই স্বাধীনভাবে কথা বলতে পারেন।”
2021-03-12