মসজিদে তো ঢুকতে পারবেই না। পুরুষদের পাশে বসতেও পারবেন না। মহিলাদের উদ্দেশ্যে এমনই ফতোয়া জারি করল জম্মু-কাশ্মীরের জামিয়া মসজিদ কর্তৃপক্ষ। পাশাপাশি মসজিদের ভিতরে ছবি তোলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদে মহিলাদের একলা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। জানানো হয়েছিল, কেবল একলা নয়, দল বেঁধেও প্রবেশ করতে পারবেন না মহিলারা। এরপরই দিল্লির মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয় জামা মসজিদকে। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যে প্রত্যাহারও করে নেওয়া হয় নির্দেশটি। এবার একই ফতোয়া জারি হল জামিয়া মসজিদে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা কোনও পার্ক নয়। স্থানীয় কিংবা অন্য জায়গা থেকে যাঁরা আসবেন সকলকেই কথাটা মাথায় রাখতে হবে ছবি তোলার আগে। জামিয়া মসজিদে পেশাগত কারণে কোনও ছবি বা ভিডিও তুলতে চাইলে অবশ্য অনুমতি নিতে হবে। এটি উপাসনাস্থল। মসজিদের পবিত্রতাকে সম্মান করার অনুরোধ করা হচ্ছে সকলকে।’