করোনা সঙ্কটের মধ্যে ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে দেশীয় শিল্প চাঙ্গা করার পাশাপাশি নতুন বিনিয়োগ আনার উপর জোর দিল কেন্দ্র ।দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকল্পনা তৈরি করতে বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) , অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) -সহ অন্যান্য মন্ত্রী এবং কেন্দ্রীয় আধিকারিকরা । ভারতে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ আনতে বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। করোনাভাইরাস সংক্রমণ এবং তার জেরে লকডাউনের কারণে দেশীয় শিল্পও চরম দুর্দশায় পড়েছে।এমন পরিস্থিতিতে অর্থনীতিকে জোরদার করার জন্য স্থানীয় বিনিয়োগের প্রচারের বিষয়েও বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয়।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সক্রিয় দৃষ্টিভঙ্গি নিয়ে সম্ভাব্য সমস্ত রকমের পদক্ষেপ করতে হবে। উদ্যোগী হতে হবে সব মন্ত্রককেই। দেশীয় শিল্প চাঙ্গা করার পাশাপাশি নতুন বিনিয়োগ আনতে কেন্দ্র এবং রাজ্যেকে যৌথ উদ্যোগ নিয়ে এগোতে হবে।”