নেদারল্যান্ডসের সাংসদ থেকে তারেক ফাতাহ, নূপুর শর্মার সমর্থনে উঠে আসছেন একাধিক তাবড় ব্যক্তিত্ব

 নূপুর শর্মাকে নিয়ে টানাপোড়েন চলছেই। এতদিন তাঁর বক্তব্যকে ঘিরে নিন্দা উঠে আসছিলো। যা পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। একাধিক ইসলামিক দেশ এই ঘটনার জেরে ভারতীয় পণ্য বয়কট করার হুমকিও দিয়েছে। কিন্তু এবার নূপুর শর্মার সমর্থনে উঠে আসছেন একাধিক ব্যক্তিত্ব।

ইতিমধ্যেই এই ঘটনার জেরে নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি। কিন্তু এবার একের পর এক আন্তর্জাতিক খ্যাতনামা মানুষ সমর্থন করছেন তাঁকে। নূপুরের সমর্থনে এগিয়ে এসেছেন নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স। এই গির্ট ওয়াইল্ডার্স নেদারল্যান্ডের পার্টি অফ ফ্রিডম দলের নেতা। তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর যে আরব দেশগুলি পয়গম্বরের ব্যপারে সত্যি কথা বলার জন্য ভারতীয় নেতা নূপর শর্মার উপর ক্ষুব্ধ। ভারত এটার জন্য ক্ষমা কেন চাইল?’

গির্ট ওয়াইল্ডার্স ভারতীয়দের পরামর্শ দিয়েছেন নূপুর শর্মাকে রক্ষা করার। উনি ট্যুইট করে বলেন, ‘তুষ্টিকরণ কখনই ভালো কাজ করে না। এটা পরিস্থিতিকে আরও খারাপ করে। তাই ভারতের মুসলিম দেশের ধমকিতে ভয় পাওয়া উচিত নয়। তোমাদের নেতা নূপুর শর্মাকে নিয়ে তোমরা গর্ব করো।’ এই ঘটনার পরই গির্ট ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তাতে ভয় পাওয়ার মানুষ মোটেই নন তিনি।

অন্যদিকে নূপুর শর্মার নিরাপত্তা দাবি করেছেন বিখ্যাত লেখক তারেক ফাতাহ। তিনি বলেন, ইসলামি দেশ থেকে হুমকি পাচ্ছেন নূপুর শর্মা। তারিখ বলেছেন, ‘মানুষ হিন্দু দেবদেবীদের নিয়ে মজা করে। এই ব্যপারে কেউ কিছু বলেনা। কিন্তু নূপুর কিছু বললেই এত বড় ঝামেলা তৈরি হয়ে যায়। নাইজেরিয়া তে একটি চার্চে ঢুকে একজন মানুষকে মেরে ফেললো এক মুসলমান, সেই বিষয়ে কেউ কোনও কথাই তোলে না।’

অন্যদিকে ১০-র থেকে বেশি মুসলিম দেশ নূপুরের বক্তব্যের নিন্দা করেছে। কিন্তু আন্তর্জাতিক স্তরে তাবড় কিছু মানুষ নূুপুর শর্মার সমর্থনে আওয়াজ তুলতেই পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.