কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ফুসফুসে সংক্রমণ রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের। শনিবার তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় অসুস্থতা বোধ করেন তিনি। এরপর রাতে শ্বাসকষ্ট বাড়তে থাকে। এরপর বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তাঁকে আইসিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর চিকিৎসায় ইতিমধ্য়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও ত্রুটি না হয় সেব্যাপারে নজর রাখা হচ্ছে। শুক্রবারই ভর্তি করার পর এক্সরে, স্ক্যান, রক্ত পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও চলে এসেছে। তার ভিত্তিতেই তাঁর চিকিৎসা চলছে।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর বয়স প্রায় ৭০ বছর। পরিবার সূত্রে খবর, এনিয়ে প্রায় ৯বার নিউমোনিয়ায় আক্রান্ত হলেন তিনি। শুক্রবার তাঁর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এরপর সন্ধ্যা থেকেই তাঁর শরীরটা খারাপ লাগছিল। রাতে খাওয়াদাওয়ার পর আচমকা তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে মন্ত্রী তথা বিধায়ক হাসপাতালে ভর্তি হওয়ার বেশ উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। অসুস্থতার কথা জানতে পেরে খোঁজখবর নিয়েছেন মুখ্য়মন্ত্রী।